নিয়মিত সন্ধ্যা ৬.৩০-এ টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘কার কাছে কই মনের কথা ‘। ধারাবাহিকটি শিমুলের জীবনের সংগ্রাম নিয়ে তৈরি। এই ধারাবাহিক ঘিরে যেমন সমালোচনা হয় ঠিক তেমনি অন্য ধরণের গল্প দেখানোর জন্য প্রশংসা পাচ্ছে।
যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন মধুবালার কথায় পরাগের ঘরে যায় শিমুল কিন্তু পরাগ তার উপর অত্যাচার করে। মাথায় আঘাত লাগে শিমুলের। শিমুল তার শাশুড়িকে সব জানালে, মধুবালা বুঝতে পারেন শিমুলকে তার ছেলের ঘরে পাঠানোটা সবচেয়ে বড় ভুল ছিল।
এরপর শিমুল বাড়ি থেকে বেরিয়ে যায় থানায়। এবং থানায় গিয়ে পরাগের সব পর্দাফাঁস করে। শিমুল জানায় সে তার স্বামী তাকে শারীরিক অত্যাচার করে। শিমুলের অভিযোগ নিয়ে বাড়িতে পুলিশ আসে। প্রথমে পুলিশকে দেখে হতভম্ব হয়ে যায় পরাগ। পুলিশ এবং বাড়ির সকলের সামনে শিমুল জানায়, পরাগ শাস্তি না পেলে সে অন্য রাস্তা বেছে নেবে। সেখানে গিয়ে পরাগের বিচার চাইবে। শিমুলের কথায় ভয় পেয়ে যায় পরাগ। আগামীদিনে হয়তো দেখা যাবে শিমুল লড়াই করে পরাগকে শাস্তি দেবে।