
ছোটপর্দার দৌলতেই দর্শকমহলে পরিচিত অভিনেত্রী কন্যাকুমারী মুখার্জী। চলতি বছরেই অভিনেত্রী জানিয়েছিলেন তার মা দ্বিতীয় স্তরের ক্যান্সারে আক্রান্ত। মুখে হাসি থাকলেও মায়ের জন্য প্রতিদিন ভাঙছেন একটু একটু করে। তবুও মায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তার এই লরাইয়ে সবচেয়ে বড় সহচর হয়ে উঠেছেন মেয়ে ‘ভূমিসুতা’, যদিও সকলে তাকে ভূমি বলেই ডাকে।
কোন এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন তার কঠিন লড়াইয়ের কথা। কন্যাকুমারীর কথায়, ‘ভূমি আজ আমার সবচেয়ে বড় শক্তি। মা যেমন একসময় আমায় আগলে রেখেছিলেন, এখন আমিও তেমন করেই মা আর মেয়েকে আঁকড়ে ধরে বাঁচতে শিখছি।’ এই দুঃসময়ে মেয়ে যেন তার কাছে এক মানসিক আশ্রয়।
অভিনয়ের জগৎ থেকে বিরতি নিলেও মাতৃত্ব আর কন্যাসন্তানকে আগলে রাখার মধ্যেই নতুন জীবনবোধ খুঁজে পেয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে কন্যাকুমারীর জীবনে অভিনয়, কেরিয়ার বা জনপ্রিয়তা নয়, শুধুমাত্র মায়ের বেঁচে থাকাটাই একমাত্র লক্ষ্য।
কন্যাকুমারীকে শেষবারের মত দেখা গিয়েছিল ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকে।