বাংলা টেলিভিশনের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে বড় পর্দাকে ছাপিয়ে যাচ্ছে ছোট পর্দা। এককথায় ছোট পর্দার অভিনেতারা এখন বেশি জনপ্রিয়। প্রত্যেক সপ্তাহে টিআরপি চার্টে রীতিমতো টেক্কা দিচ্ছে একে অপরকে। ছোট পর্দার বাংলার টপার মিঠাই। ‘মিঠাই’ ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই স্টার জলসার কদর একটু একটু করে কমছে।
‘মিঠাই’ ধারাবাহিকের সঙ্গে টেক্কা দিতে স্টার জলসা নিয়ে এসেছিল ‘ধুলোকনা’। তবে স্টার জলসার সেই প্ল্যান ভেস্তে যায়। কারণ মিষ্টিতেই মজে আছেন বাঙালি। সদ্য ৯ ই আগস্ট জি-বাংলা আরেক ধারাবাহিক নিয়ে হাজির হয়েছে ‘সর্বজয়া’। যেই ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে হেবিওয়েট অভিনেত্রী দেবশ্রী রায়।
View this post on Instagram
দেবশ্রী রায় অভিনীত ‘সর্বজয়া’ জনপ্রিয়তা প্রথম সপ্তাহতেই বাজিমাত করে। শেষ টিআরপি চার্ট অনুযায়ী প্রথম তিন নম্বরে রয়েছে জি-বাংলা তিন ধারাবাহিক ‘মিঠাই’, ‘সর্বজয়া’, অপরাজিতা অপু’। সেক্ষেত্রে দেখতে গেলে স্টার জলসার ধারাবাহিকগুলি অনেক পিছিয়ে। তাই দেবশ্রীকে হারতেই কি জলসা নিয়ে আসছে জনপ্রিয় অভিনেত্রী কনীনিকাকে?
১৩ ই সেপ্টেম্বর থেকে রাত ৯ টায় স্টার জলসায় সম্প্রচারিত হবে ‘আয় তবে সহচরী’, মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং নতুন মুখ অরুণিমা হালদার। দীর্ঘ চারবছর পর ছোট পর্দায় ফিরছেন কনীনিকা। সর্বজয়াকে টক্কর দিতেই আসছেন ‘আয় তবে সহচরী’। কনীনিকা বন্দ্যোপাধ্যায় সর্বশেষ ধারাবাহিক ‘অন্দরমহল’ ছাপ ফেলেছিল দর্শকের মনে। এবার দেখার পালা দেবশ্রীর জনপ্রিয়তা কি ভাঙবে কনীনিকা?
View this post on Instagram