“কাজের জন্য ভিক্ষে চাইতে হয়েছে… কাজ আসলে তবেই সংসার চলবে”, অভিনয় জীবনের অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন কনীনিকা

কনীনিকা বন্দ্যোপাধ্যায়

বাংলা সিনেমা থেকে শুরু করে মেগা সিরিয়াল সবেতেই নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে জি-বাংলার রান্নাঘরে সঞ্চালিকার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় জীবনে দীর্ঘ বছরের অভিজ্ঞতা ও অনিশ্চয়তা নিয়ে মুখ খুললেন কনীনিকা।

অভিনেতা-অভিনেত্রীর জীবন কতটা অনিশ্চিত তা নিয়ে কনীনিকা বলেন, “অ্যাওয়ার্ড আসতে থাকবে কিন্তু জীবনে বাঁচার জন্য দরকার টাকা। আমি এমন অনেক অভিনেতা অভিনেত্রীদের চিনি যাদের ৭২ বছর বয়সে হাত কাজ আসলে সংসার চলবে। আর আমি প্রার্থনা করি তাদের কাজ আসুক।”

“আমাদের অভিনেতা অভিনেত্রীদের জীবন এতটাই অনিশ্চিত যে আজ আমি একটা সিরিয়ালে কাজ করছি আমি জানি না সিরিয়ালটা কতদিন চলবে আর চললেও সিরিয়াল শেষ হলে আমি আর কাজ পাবো কিনা।”

কনীনিকা আরও বলেন, “এমনও অনেক অভিনেতা অভিনেত্রীদের আমি চিনি যারা শেষ বয়সে ভিক্ষা করে খেয়েছে। যাদের থেকে একসময় আমি অনেককিছু শিখেছি, গল্প করেছি আমি জানি তাদের টাকাটা কত প্রয়োজন। আমাদের জীবনটা দেখে খুব গ্যামারাস, সাজানো মনে হয় কিন্তু নয়।”

“তাই আজকের জেনারেশনকে বলব বুদ্ধি দিয়ে চলতে। এমন অনেকের সাথে আমি কাজ করেছি যারা পড়াশুনায় ভালো। আবার অনেকেই আছে যারা প্রথমে এত টাকা পাচ্ছে যে তাদের মাথা ঘুরে যাচ্ছে। আমরা অভিনেতার জানি না আমরা কটা প্রজেক্টে কাজ করবো।”

এমন অনেক অভিনেতা অভিনেত্রীরাই আছেন যারা শেষবয়সে এসে হাতে কাজ না থাকায় কাজের জন্য ভিক্ষে পর্যন্ত চাইতে হয়েছে তাকে। তাদের জীবনের গল্পই তুলে ধরেছেন কনীনিকা।