‘কিছু নেই তুমি ছাড়া…’, মাকে হারিয়ে যন্ত্রণায় কাতর কনীনিকা বন্দ্যোপাধ্যায়

কনীনিকা বন্দ্যোপাধ্যায়

পয়লা এপ্রিল মাকে হারান অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। যাকে আপনারা এই মুহূর্তে জি-বাংলার রান্নাঘরে সঞ্চালনার আসনে দেখতে পারছেন। বছরের শুরুতে ভাঙা হৃদয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর পোস্ট করেছিলেন অভিনেত্রী।

মাকে হারানোর ১৭ দিনের মাথায় আবার মাকে নিয়ে পোস্ট অভিনেত্রীর। এবার মায়ের সাথে তোলা নিজের কিছু বিয়ের ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী। কখনো বিদায় বেলায় মাকে জড়িয়ে কান্নার ছবি তো আবার কোথাও বউ ভাতের দিনে মাকে পাশে নিয়ে ছবি পোস্ট করে কনীনিকা লেখেন, ‘কিছু নেই তুমি ছাড়া’।

মাত্র ৬৫ বছর বয়সেই চলে গিয়েছেন অভিনেত্রীর মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। মাকে হারানোর শোক সামলে ওঠা বড়ই কঠিন। পারেননি অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও। ১৭ দিন কেটে গেলেও এখনো মায়ের জন্য এখনো কাঁদছে অভিনেত্রী মন।