প্রথম সন্তানের ৮ মাসের মাথায় ফের সুখবর জানালেন কাঞ্চন-শ্রীময়ী

কাঞ্চন-শ্রীময়ী

বিয়ের আট বছরের মাথায় মা হন শ্রীময়ী চট্টরাজ। মেয়ে কৃষভি এখন ৪ মাস। আর প্রথম সন্তান ঘরে আসতেই যেন বড় সুখবর নেমে এল কাঞ্চন মল্লিক আর শ্রীময়ীর জীবনে।

সন্তান জন্মের পর ছোটপর্দায় ফেরার খবর সুখবর দিয়েছিলেন শ্রীময়ী। এবার ফের কাঞ্চন আর শ্রীময়ী একসাথে সুখবর দিলেন। এবার এই দম্পতি একসাথে অভিনয় করতে চলেছেন বড়পর্দায়।

বহু বছর পর বড়পর্দায় ফিরছে শ্রীময়ী। তার সাথে বড় পাওনা তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে কাঞ্চন মল্লিকও। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এ দেখা যাবে দুজনকে। তবে জুটি হিসাবে নয়।  দুজনেই আলাদা আলাদা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।