মেয়ের জন্মের পর প্রথমবার মেয়ের ছবি সামনে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

কাঞ্চন-শ্রীময়ী

বছরের শুরুতেই মেয়েকে সামনে আনলেন শ্রীময়ী-কাঞ্চন। এতদিন মেয়েকে নেটিজেনদের থেকে আড়াল করেই রেখেছিলেন। কারণ শ্রীময়ী চট্টরাজ আর কাঞ্চন মল্লিকের বিয়ের পর থেকেই ট্রোলের মুখে পড়তে হয়েছে। তাই তাদের সন্তানের সাথে যেন এমনটা না হয় তার জন্যই এতদিন মেয়েকে আড়ালে রেখেছিলেন।

তবে অবশেষে বছরের শুরুতেই কাঞ্চন আর শ্রীময়ী তাদের সন্তান ‘কৃষভি’কে সামনে আনলেন। যদিও এবারও মেয়ের মুখ আড়ালেই রেখে মেয়ের ছবি পোস্ট করেন।

ছবিতে কৃষভিকে কোলে নিয়ে শ্রীময়ী চট্টরাজ দাঁড়িয়ে, পাশে রয়েছে কাঞ্চন। ছবি পোস্ট করে শ্রীময়ী লেখে, ‘আমাদের পক্ষ থেকে সকলকে জানাই। ইংরেজি নতুন বছরের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ।’

 

View this post on Instagram

 

A post shared by KanchanMullick (@kanchanthinksreaal)