প্রতীক্ষার অবসান! ৫ মাসের মাথায় অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

কাঞ্চন-শ্রীময়ী

গত বছর নভেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ছোটপর্দায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। ৫৪ বছর বয়সে বাব হয়েছেন কাঞ্চন মল্লিক। বিয়ের কিছু মাস পরেই গর্ভবতী হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন তারা।

বিয়ের পর থেকে কাঞ্চন-শ্রীময়ীকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তাই সন্তান হওয়ার পর থেকে তাকে কিছুটা সোশ্যাল মিডিয়া থেকে দূরেই রেখেছেন। কারণ তারা চাননা তাদের সন্তানকে নিয়ে কেউ বাজে মন্তব্য করুক।

তবে কাঞ্চন-শ্রীময়ীর অনুরাগীরা তাদের সন্তানের মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। অবশেষে মেয়ের ছবি শেয়ার করলেন শ্রীময়ী। ৫ মাসের মাথায় মেয়ে ছোট্ট কৃষভির ছবি সামনে আনলেন। যদিও সরাসরি নয়, একটু অন্যভাবে।

বর্তমানে ট্রেন্ডিংয়ে চলেছে জিবলি আর্ট। যেখানে নিজের ছবি পোস্ট করলেও তাকে স্পষ্ট ভাবে চেনা যাবে না। জিবলি আর্টের মাধ্যমে অনেক তারকারা তাদের প্রেমিকের ছবি পোস্ট করেছেন। যেমন দেবচন্দ্রিমা সিংহ রায় নিজের প্রেমিকে সঙ্গে ছবি শেয়ার করে সম্পর্কের কথা ঘোষণা করেছে। প্রেমিকের ছবি দেখলেও চেনার উপায় নেই সেই মানুষটি কে?

এবার সেই এআইয়ের সুবিধা নিয়েই শ্রীময়ী তার, কাঞ্চন এবং ছোট কৃষভির একসাথে তোলা একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘আমার ‘সন্টা-পন্টা’।