অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বেশ কয়েকবার শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে শ্রীময়ী ও মেয়ে কৃষভি কে নিয়ে নতুন সংসার শুরু করেছেন কাঞ্চন। অন্যদিকে ছেলে ওশকে নিয়ে ব্যস্ত পিঙ্কি।
এরই মাঝে টলিপাড়ায় কানাঘুষো, নতুন করে নাকি সম্পর্কে জড়িয়েছেন পিঙ্কি। তবে কাঞ্চনের মত তিনিও নতুন করে সংসার শুরু করতে চান। এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে পিঙ্কি জানান, “এই ধরনের কথা যে উঠছে, এটা ভেবেই বেশ মজা লাগছে। না, নতুন প্রেম আসেনি জীবনে। আমি তো প্রকৃতির সঙ্গে সবসময়ই প্রেমে থাকি, এইসব নতুন নয় আমাদের কাছে।”
পিঙ্কির কথায়, “সত্যিই যদি নতুনভাবে জীবন শুরু করতাম, তাহলে লুকিয়ে রাখতাম না। কারণ, কোনও অপরাধ তো নয় এটা। তবুও অনেকের কৌতূহল জাগছে আমায় নিয়ে, আমার ভবিষ্যৎ নিয়ে। আপাতত ছেলেকে আরও সময় দিতে চাই। আর নিজেও ভাল থাকতে চাই।”