প্রথমবার অভিনয় জগতে পা রাখছে কাঞ্চন-পিঙ্কি পুত্র ওস মল্লিক

ওস মল্লিক

প্রথমবার বড়পর্দায় পা রাখলেন কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের পুত্র ওস মল্লিক। বছরের শুরুতেই পরিবারে খুশির আমেজ। কাঞ্চন-পিঙ্কির বিচ্ছেদের পর থেকে মায়ের কাছেই একটু একটু করে বেড়ে ওঠা ওসের। তবে এখনও তার নামের সঙ্গে বাবার পদবী জরিয়ে।

ছেলে অভিনয়ের জগতে প্রথম পা রাখায় পিঙ্কির চোখেমুখে যে গর্ব আর উচ্ছ্বাস, তা লুকোনোর নয়। এই প্রথম শর্ট ফিল্মে অভিনয় করতে চলেছেন ছেলে ওস। ছেলের সঙ্গে প্রথমবার পর্দা শেয়ার করবেন পিঙ্কি নিজেও।    প্রথম বার ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছেলের কাজ করার অভিজ্ঞতা ঠিক কেমন?

পিঙ্কি বলেন, “2025 থেকেই প্রস্তুতি শুরু হয়। ছবিটা আমরা আমাদের মধ্যে যাপন করেছিলাম। এটা আমাদের কাছে লকারে তুলে রাখার মতো একটা অমূল্য সম্পদ। আমি, মামনি (সাবিত্রী চট্টোপাধ্যায়) এবং আমার ছেলে ওস এখানে অভিনয় করেছি। মানে আমাদের তিন প্রজন্ম এখানে অভিনয় করেছে। আমি পরিচালক কৃষ্ণেন্দুর কাছে কৃতজ্ঞ। কৃষ্ণেন্দু প্রথমে আমার আর মামনির সঙ্গে দেখা করতে আসেন। আমার ছেলেকে দেখে ওঁর পছন্দ হয়। এই ছবিতে একটা বাচ্চাকে দরকার ছিল। ওকে জিজ্ঞেস করে অভিনয় করবে কিনা। ওস বলে, আমি অডিশন দেব। অডিশনে পাশ করলে কাজটা করব। আর সেটাই হল। থিয়েটারের প্রতি ওসের আগ্রহ বেশি, স্কুলের নাটকেও নিয়মিত অভিনয় করে সে। ফলে ঝোঁক আছে ওর অভিনয়ের প্রতি।”

তবে পড়াশোনাকে কোনওভাবেই উপেক্ষা করতে দেওয়া হয়নি। পিঙ্কির স্পষ্ট বক্তব্য, ধাপে ধাপেই এগোতে হবে, কষ্ট করেই নিজেকে তৈরি করতে হবে, এখনই বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।

এর সাথেই রয়েছে আরও এক চমক। এই শর্ট ফিল্মেই অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। একই ছবিতে তিন প্রজন্মের উপস্থিতি যেন এক অন্য রকম আনন্দের আমেজ। নাতনির ঘরের পুতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছেও আলাদা উত্তেজনার।

ওস মল্লিক

এই মুহূর্তে অভিনয়ের পাশাপাশি চুটিয়ে চলছে তার পডকাস্ট। ছেলে ওস কি আগামীদিনেও অভিনয় করবে? উত্তরে পিঙ্কি বলেন, “আমি বিশ্বাস করি শিল্প বা শিল্পী ভীষণ অরগ্যানিকালি গ্রো করে। আর অভিনয় শেখার বর্ণ পরিচয় হল থিয়েটার। সুতরাং ধাপে ধাপে এগোও। একটা গাছকে কারবাইট দিলে বড় করলে তার ফল মিষ্টি হয় না। এখন পড়াশুনা করছে। আগে পড়াশুনাটা করুক। পড়াশুনা ছাড়া অভিনয়টাও করা যায় না।”

“পড়াশুনা ছেড়ে দিলে কোথাও গিয়ে একজন অভিনেতা বা অভিনেত্রীর দরজাগুলো বন্ধ হয়ে যায়। মনের জানলাগুলোও বন্ধ হয়ে যায়। পড়াশুনাটা করুক আগে। তারপর যদি ওর মনে হয় ও এটাকে পেশা হিসেবে নেবে, তা হলে নেবে। সবটাই ওর উপরে। তবে, পড়াশুনা করতে হবে, দায়িত্ববান হতে হবে, সর্বোপরি একজন ভালো মানুষ হতে হবে।”

শর্ট ফিল্মটির নাম আকাশপ্রদীপ। পরিচালনায় রয়েছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। আগামী পঁচিশে জানুয়ারি রোটারি সদনে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ছবিটি। এই ছবির মাধ্যমেই শর্ট ফিল্মে আত্মপ্রকাশ করছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের কথায়, এই ছবি তাঁদের পরিবারের কাছে আজীবনের সম্পদ হয়ে থাকবে। একসঙ্গে তিন প্রজন্ম কাজ করার সৌভাগ্য খুব কম পরিবারই পায়, আর সেই স্মৃতি তাঁদের কাছে অমূল্য।

সুত্রঃ htps: // binodonxp . com/