নায়িকা ছাড়াই কামাল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের, অন্যদিকে হেরে গেল জগদ্ধাত্রী

চিরদিনই তুমি যে আমার

প্রকাশ পেল আজকের বাংলা ধারাবাহিকের টিআরপি। বাংলার টপার স্থান ধরে রাখল পরশুরাম। আগের তুলনায় নম্বর বাড়ল পরশুরামের। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় স্থানে বিদ্যা বানার্জী। পরশুরামের সাথে এই মেগার গ্যাপ মাত্র ০.১। আগামীদিনে বাংলার টপার স্থান হওয়ার আশঙ্কা রয়েছে এই মেগা ধারাবাহিকের।

চলতি সপ্তাহে হেরে গেল ‘জগদ্ধাত্রী’। টিআরপির পাঁচ থেকে ছিটকে গেল এই মেগা। এদিকে নায়িকা ছাড়াই টিআরপি পঞ্চম স্থান ধরে রাখল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। চিরসখা নম্বর বাড়িয়ে আবার পাঁচের ঘরে জায়গা দখল করে নিয়েছে।

চলতি সপ্তাহে ৭.০ রেটিং পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম’, ৬.৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থান দখল বিদ্যার। তৃতীয় স্থানে রয়েছে পরিণীতা, তার প্রাপ্ত নম্বর ৬.৫ এবং চতুর্থ স্থানে ৬.২ রেটিং পেয়ে স্থান দখল রাঙামতির। পঞ্চম স্থানে রয়েছে দুই ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এবং চিরসখা। তাদের প্রাপ্ত নম্বর ৬.০।

প্রথম – পরশুরাম (৭.০)

দ্বিতীয় – বিদ্যা ব্যানার্জি (৬.৯)

তৃতীয় – পরিণীতা (৬.৫)

চতুর্থ – রাঙামতি (৬.২)

পঞ্চম – চিরদিনই তুমি যে আমার ।  চিরসখা (৬.০)

ষষ্ঠ – জগদ্ধাত্রী (৫.৯)

সপ্তম – জোয়ার ভাঁটা । ফুলকি (৫.৭)

অষ্টম – লক্ষ্মী ঝাঁপি । ও মোর দরদিয়া (৫.৫)

নবম – কম্পাস (৫.১)

দশম – তুই আমার হিরো (৫.০)