প্রকাশ পেল বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। আইপিএল এর জন্য সিরিয়ালের রেটিং অনেকটাই কমে যাচ্ছে। চলতি সপ্তাহে বাংলার টপার স্থান ছিনিয়ে নিয়েছে জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। এবারও বাংলার টপার স্থান ফিরে পেল না ‘অনুরাগের ছোঁয়া’, বরং সূর্য-দীপার নম্বর আরও কমে গেল অনেকটাই।
চলতি সপ্তাহ মাত্র ৭.৭ রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে দ্বিতীয় সপ্তাহে বাজিমাত করল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিক। এদিকে ওপেনিংয়ে মিঠাই ধারাবাহিকের সঙ্গে ভালো টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’। মিঠাই স্লট লিড করলেও, রামপ্রসাদের সাথে মাত্র ১ নম্বরের ব্যবধান। আগামীদিনে স্লট লিড করার প্রত্যাশা রয়েছে এই ধারাবাহিকের।
চলতি সপ্তাহে ৭.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করল ‘গৌরী এলো’ ধারাবাহিক। ৭.৪ রেটিং পেয়ে চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু এবং পঞ্চম স্থানে রাঙা বউ।
প্রথম – জগদ্ধাত্রী (৮.২)
দ্বিতীয় – অনুরাগের ছোঁয়া (৭.৭)
তৃতীয় – গৌরী এলো (৭.৫)
চতুর্থ – নিম ফুলের মধু (৭.৪)
পঞ্চম – রাঙা বউ (৬.০)
ষষ্ঠ – বাংলা মিডিয়াম (৫.৮)
সপ্তম – পঞ্চমী (৫.৭)
অষ্টম – খেলনা বাড়ি । মেয়েবেলা (৫.৫)
নবম – গাঁটছড়া (৫.৩)
দশম – কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.২)