অভিনয় জগতে পঁচিশ বছর পার! একসময় মাত্র ৩০০ টাকার পারিশ্রমিক, কঠোর পরিশ্রমে আজ ইন্ডাস্ট্রির সফল অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়

কমলিকা বন্দ্যোপাধ্যায়

টলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় পঁচিশ বছর পার! বহু বছর ধরেই টলিউড জগতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়। বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’ -এ অভিনয় করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয়ের সুযোগ পেয়েছেন বহুবার। তবে লাইমলাইটে সেভাবে মোটেই থাকেন না। তাই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা আলোচনাতেও থাকেন না বললেই চলে। তবে বলা বাহুল্য অভিনেতা অভিনেত্রীদের হাঁড়ির খবর জানতে সবসময়ই আগ্রহী থাকেন দর্শকরা।

আর তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনায় বসেছিলেন কমলিকা। অভিনয় সম্পর্কে কমলিকা জানান, থিয়েটার দিয়ে কাজ শুরু করেছিলেন, এরপর কাজ করেছেন বহু বড় বড় প্রোজেক্টে। এমনকি একসময় ইটিভি বাংলায় ৩০০ টাকার পারিশ্রমিকেও কাজ করেছেন তিনি।

ইন্ডাস্ট্রিতে নবাগতদের নিয়ে কমলিকার বক্তব্য, যুগের সঙ্গে তাল মিলিয়ে ইন্ডাস্ট্রি বদলেছে অনেকটাই। সেইসাথে মানুষও অনেক বেশি আধুনিক হয়েছে। অভিনেত্রীদের সময় ন্যূনতম পারিশ্রমিকে কাজ করা শুরু করেছিলেন কিন্তু নতুন যারা অভিনয়ে আসছেন তারা প্রথমেই অনেক টাকার পারিশ্রমিক পেয়ে যাচ্ছেন।

এমনকি আগে টেলিভিশনে অভিনয়শিল্পীদের নাম স্ক্রিনে ভেসে উঠত, কিন্তু এখন ধারাবাহিকে অভিনীত শিল্পীদের খুঁজতে হলে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হতে হয়। বর্তমানে স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী।