কালীপুজো মানেই বারাসাত! কালীপুজোয় কি প্ল্যান বারাসাতের মেয়ে সৌমিতৃষার?

সৌমিতৃষা কুণ্ডু

দুর্গাপুজো মানেই যেমন কলকাতা, ঠিক কালীপুজো মানে বারাসাত। আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই বারাসাতে নামবে লক্ষ লক্ষ মানুষের ঢল। ছোটপর্দার মিঠাই রানী কি তাহলে ফিরে যাবে নিজের জন্মস্থানে? কালীপুজো কাটাবেন সৌমিতৃষা কুণ্ডু।

অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু বর্তমানে কর্মসূত্রে কলকাতায় থাকলেও তিনি কিন্তু বারাসাতের মেয়ে। সেখানেই তার বড় হয়ে ওঠা। তবে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি নাকি বারাসাতে কালীপুজো এখন যান না। কারণ সেইভাবে ওদিকে আর যাওয়া হয় না তার।

পর্দার মিঠাই রানী জানান ছোটবেলায় তিনি বারাসাতেই কাটিয়েছেন কিন্তু এখন তার সেদিকে যাওয়া হয় না। যদিও লাইন দিয়ে ভিড়ে ঠাকুর দেখতে তিনি মোটেই পছন্দ করেন না। বরং কালীপূজো মানে লাইট, প্রদীপ কেনা আর খাওয়ার দিকেই তার বেশি ঝোঁক থাকে। পুজো দিনগুলো পরিবারের সঙ্গেই কাটাবেন তিনি।