মানালির পর এবার ঋজু বিশ্বাসকে নিয়ে মুখ খুললেন ‘তোমায় আমায় মিলে’র কাকলি ওরফে অভিনেত্রী তিতাস ভৌমিক। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ এই অভিনেত্রী। তবে বহুবছর হল পর্দার আড়ালে তিতাস।
সম্প্রতি তিতাসের মন্তব্য নিয়ে ফের বিতর্কের ঝড়। তিতাস এর কথায়, “ভাগ্যিস আমি আর অভিনয়ে নেই।” আচমকা অভিনয়ে অরুচি প্রকাশের কারনটা কি? তবে কি নেপথ্যে কারন ঋজু বিশ্বাস।
‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে ঋজু বিশ্বাসের সঙ্গে কাজ করে অভিনেত্রীর অভিজ্ঞতা ঠিক কেমন? তিতাসের সাফ উত্তর, “ঋজু না থাকলে আমি প্রাণে বাঁচতাম না।” একবার শুটিং করতে করতে প্রচণ্ড অ্যালার্জি। ওষুধ খেয়ে আমি বেহুঁশ। পরিচালক বলছেন, সুস্থ হয়ে তিতাস অভিনয় করবেন।
সেই সময়ে ঋজু তাঁর পর্দার ‘বৌদি’কে সমর্থন জানিয়ে পরিচালককে বলেছিল, “তিতাসকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। ও আজ শুটিং করবে না। বদলে আমি, রুশা সারা রাত শুটিং করছি।” ঋজু সেদিন পাশে না থাকলে একটু সুস্থ হলেই আবার শুটিংয়ে যোগ দিতে হত আমাকে।
তিতাসের কথায়, “কটাক্ষের কারণে অভিনয় করব না, এমন নয়। প্রথমত, মা হওয়ার পর দেখলাম, সংসারের প্রতি বেশি মনোযোগী হয়ে পড়েছি। দ্বিতীয়ত, এমন চরিত্রও কেউ দেননি যা অভিনয়ের আগ্রহ জাগিয়ে তুলবে। ধারাবাহিকে সেই এক শাশুড়ি-বৌমার কূটকচালি। আমাকে খাবারে বিষ মেশাতে হবে— এই ধরনের চরিত্রে অভিনয়ের আর ইচ্ছা নেই।”
“ছেলের বয়স দু’বছর। আমিও কলকাতায় নেই। দিল্লিতে আছি। দিনকয়েকের মধ্যে জয়পুরে চলে যাব। ফলে, অভিনয়ে ফিরে আসার কোনও সুযোগ আমি অন্তত দেখছি না।”

