রাতারাতি সেলিব্রেটি হওয়া ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবনবাবু আজ চরম অভাবের মুখে। কিছুদিন আগেই শোনা যায়, তার হাতে কাজ নেই, তার গানের কপিরাইট কিনে নিয়েছে অন্য এক ব্যক্তি। তাই গান করতে পারছেন না তিনি। এমনকি কোনও শোয়ে এখন আর তাকে ডাকাও হয় না। এদিকে চাঁদার জুলুমে নিজের রাজপ্রসাদ ছেড়ে পালিয়ে অন্য গ্রামে ভাড়া রয়েছেন।
এসবের মধ্যেই আবার বিপদের মুখে ভুবন বাদ্যকর। ব্যাংক একাউন্ট চেক করতে গিয়ে তিনি দেখছেন তার ব্যাংকে একটা টাকাও নেই। মাথায় হাত কাঁচা বাদাম গায়কের। বিগত ২ বছরে একটা টাকাও ঢোকেনি একাউন্টে।
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ভুবন বাবু জানিয়েছেন, ” ‘কাঁচা বাদাম’ কেনার সময় গোধূলিবালা মিউজিক’এর কর্ণধার গোপাল ঘোষ বলেছিলেন প্রত্যেক মাসে ৪০ হাজার টাকা দেবেন। কোনও মাসে সামান্য কম হতে পারে। কিন্তু মাত্র একবারই ৩৯ হাজার টাকা এসেছে, এরপর একটা টাকাও আসেনি। গত দুই বছরে ব্যাংকে কোনও টাকা ঢোকেনি”।
তিনি আরও বলেন, “কপিরাইট হারানোর পর নিজের ‘কাঁচা বাদাম’ গানটাও গাইতে পারছি না। চরম দুর্দশা। যে-কটা টাকা রয়েছে তা দিয়ে সংসার চলবে না। আমায় বাঁচান”। সবমিলিয়ে পরিবারের মুখে অন্ন জোগাড় করতে চিন্তায় পড়েছেন বাদামকাকু।
সবাই দয়া করেন আমাকে কেউ একটা জব দিন