‘বসন্ত উৎসবে ‘কাঁচা বাদাম’! বাংলার সংস্কৃতি কোথায় যাচ্ছে?’ বসন্ত উৎসব নিয়ে বিপাকে ইমন

ইমন চক্রবর্তী

প্রত্যেক বছরের মতোই এবছরও বসন্ত উৎসব পালিত হল লিলুয়ায়। এই উৎসব নিজে হাতে আয়োজন করেন গায়িকা ইমন চক্রবর্তী। প্রত্যেক বছর এই উৎসবে সুযোগ করে দেওয়া হয় বাংলার নানান প্রান্তের নামী এবং উঠতি গায়কদেরও। প্রত্যেক বছর এই উৎসবের জন্য প্রশংসা কুড়িয়েছেন ইমন। তবে এবছর সমালোচনার শিকার হতে হল গায়িকাকে।

এবছর বসন্ত উৎসবের মঞ্চে ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের সঙ্গে ‘কাঁচা বাদাম’ গাইলেন এবং নাচলেন ইমন চক্রবর্তী সহ মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিরা। বসন্ত উৎসবের মতো অনুষ্ঠানে ‘কাঁচা বাদাম’ গান, নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। ‘কাঁচা বাদাম’ গান গেয়ে রীতিমত তীব্র কটাক্ষের শিকার ইমন।

ইমন চক্রবর্তী

গায়ক রুদ্রনীল গুহ এই ভিডিয়ো ফেসবুকে পোস্ট করতেই নেটিজেনরা কটাক্ষ শুরু করেন। নেটিজেনরা মন্তব্য করেছেন “এটা বাংলার সংস্কৃতি? এটা সত্যি কি বসন্ত উত্সব?”। এক নেটিজেন কমেন্ট কটাক্ষ করে লিখেছেন, “.. বাসন্তী হে ভুবনমোহনী..” থেকে ‘কাঁচা বাদাম”। চমৎকার প্রশংসনীয় উদ্যোগ। বেশ বেশ।”

কমেন্ট বক্সে একজন জানিয়েছেন, “এটা কি ঠিক বোঝা গেল না বাংলা সংস্কৃতি কোথায় যাচ্ছে?”। আবার কেউ লিখেছেন, ‘এটাই দেখা বাকি ছিল বসন্ত উৎসবে ‘কাঁচা বাদাম’। এরপরই প্রশ্ন উঠে “মানুষের রুচিবোধ কোথায় নেমে গেছে?”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here