স্টার এবং জি-বাংলার পর্দায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। আর নতুন ধারাবাহিক মানেই পুরনোকে বিদায়। যেকোনো ধারাবাহিক দেখতে দেখতে দর্শকের ভীষণ প্রিয় হয়ে ওঠে কিন্তু আচমকাই যখন সেটা বন্ধ করে দেওয়া হয়, তখন হতাশ হন সকলে।
বর্তমানে বাংলা ধারাবাহিকগুলি খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হচ্ছে। চ্যানেলের নির্দেশ দিলেই তাড়াতাড়ি করে গল্প শেষ করে দেওয়া হচ্ছে। গল্পে অনেক কিছু অসমাপ্ত রয়ে যাচ্ছে। যা নিয়ে একাধিকবার অভিযোগ উঠে ধেয়ে আসছে দর্শকমহল থেকে। যদিও এসবরের ফলে কোনও লাভ হচ্ছে না। কারণ চ্যানেলের সিধান্তই শেষ সিদ্ধান্ত।
টিআরপি না পেলে প্রোডাকশন হাউস বড় ক্ষতির মুখে পড়ে। যার দরুন দীর্ঘ কয়েক সপ্তাহ টিআরপি কম থাকলেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক।
সকলেই জানেন ৩ রা নভেম্বর দিয়ে স্টার জলসার (Star jalsha)-র পর্দায় একটি নতুন ধারাবাহিক আসছে ‘তুমি আশে পাশে থাকলে’। আর এই ধারাবাহিক আসতে চলেছে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের জায়গায়। শোনা যাচ্ছিল, ‘গাঁটছড়া’ শেষ হবে এবং সেই জায়গা চলে যাবে ‘বাংলা মিডিয়াম’। তবে শোনা যাচ্ছে চ্যানেল তাদের মত পরিবর্তন করেছে।
স্টার জলসার খুব শীঘ্রই আসবে আরও একটি নতুন ধারাবাহিক। তাই ‘গাঁটছড়া’র সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে ‘বাংলা মিডিয়াম’ও। আর দেখা যাবে না ইন্দিরা-ভিকির কেমেস্ট্রি। মাত্র ১১ মাসেই শেষ হচ্ছে এই ধারাবাহিক।