বাংলা বিনোদন জগতের একজন পরিচিত মুখ হলেন অভিনেত্রী ইধিকা পাল। বাংলা সিরিয়ালের হাত ধরে নিজের ক্যারিয়ার শুরু করেন। রিমলি, পিলু ধারাবাহিকে অভিনয় করে বড়পর্দায় পা রাখেন। বর্তমানে এপার বাংলা থেকে অপার বাংলা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সম্প্রতি শ্রীদেবী অবতারে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেন ইধিকা, দেখা যাচ্ছে শ্রীদেবীর মতো করে নিজেকে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী। শিফন ভেজা শাড়ি, খোলা চুলে নেটপাড়ায় উষ্ণতা ছড়িয়ে দিলেন।
১৩ অগাস্ট বলিউড নায়িকার জন্মবার্ষিকীতে তাকে উৎসর্গ করে শ্রীদেবীর কাটে নেহি কাটতি গানের লুকসে সাজলেন ইধিকা। ছবি পোস্ট করে লেখেন, “শ্রীদেবী যদি বেঁচে থাকতেন তাহলে যদি তিনি সুযোগ পেতেন তাঁর সঙ্গে অভিনয়ের, সেটা খুবই অল্প সময়ের জন্য হত।”
শ্রীদেবীর লুকে সাজলেও অনেক নেটিজেনের দাবি, ইধিকাকে নাকি পুরো বলিউডের রানী মুখার্জির মতো লাগছে। অনেকে তো তার লুক দেখে অবাক হয়ে গেছেন। আবার কারো মতে ইধিকা বাংলার রানী মুখার্জি।