বড় চমক! বাংলা সিরিয়ালে ফিরছেন জুন মালিয়া

 জুন মালিয়া

অভিনেত্রী জুন মালিয়া , বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানও সামলাচ্ছেন। ‘আবার প্রলয় সিজন টু’-র  শুটিং করবেন তিনি বহুদিন পর। বড়পর্দার কাজ নিয়ে ভীষণ উচ্ছ্বাসিত অভিনেত্রী।

এতো গেল বড়পর্দার কথা। তবে বাংলা সিরিয়ালে কবে ফিরবেন অভিনেত্রী? টিভি নাইন বাংলার তরফ থেকে প্রশ্ন রাখা হয় অভিনেত্রীর কাছে। আর তাতেই মিলল বড় সুখবর।

ছোটপর্দায় ফেরার প্রসঙ্গে জুন জানিয়েছেন, “আমি বাংলা ধারাবাহিকে অবশ্যই অভিনয় করতে চাই। বিধানসভা নির্বাচনের সময়ে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারব বলে মনে হয় না। তবে আগামী বছর জুন মাস নাগাদ বাংলা ধারাবাহিকের কাজ শুরু করার ইচ্ছা রয়েছে।” শেষবারের মতো ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে।