ব্যাকআপ ভোকালিস্ট থেকে প্রতিযোগী! সপ্তপর্ণীকে বিজেতা ঘোষণা করলেন বিচারক শান্তনু মৈত্র

সারেগামাপা

দাদাগিরির পর্ব শেষে জি বাংলার পর্দায় শুরু হয়েছে সারেগামাপার নতুন সিজন। আরও একবার বাংলার নানান প্রান্ত থেকে উঠে আসা সঙ্গীতশিল্পীদের জন্য থাকছে নিজেকে প্রমাণ করে দেখানোর বড় সুযোগ। আর এই সিজনে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আবীর চ্যাটার্জী। সম্প্রতি সারেগামাপা-র গ্র্যান্ড অডিশনে অংশ নিয়েছেন বিভিন্ন বয়সের প্রতিযোগীরা।

সঙ্গীতশিল্পীদের গানে জমে উঠেছে গ্র্যান্ড অডিশনের প্রতিটা এপিসোড। আর এই শো এর মাঝেই আলাদা করে নজর কাড়লেন সপ্তপর্ণী। যাকে প্রথম দেখাতেই বিচারক শান্তনু মৈত্রের খানিকটা মুখচেনা লাগে। উল্টোদিকে সপ্তপর্ণীর কাছ থেকে জবাব আসে, সে আসলে ব্যাকআপ ভোকালিস্ট। প্রায় তিন-চারটে সিজন ধরে সে কোরাসে গান গাইছেন।

ব্যাকআপ ভোকালিস্ট থেকে সরাসরি এবার গ্র্যান্ড অডিশনে সপ্তপর্ণী। তার প্রতিভায় মুগ্ধ হয়ে শান্তনু মৈত্র বলেন, ‘আমার জন্য তুমি এর মধ্যেই জিতে গিয়েছ। অনেকেরই মনে হতে পারে, কোরাস করে কী হবে। তবে এই মেয়েটাকে দেখো, ট্রাই করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখেছে ও আজ গ্র্যান্ড অডিশনে। আমার মন জিতে নিয়েছ তুমি।’