‘আমাদের কোনও সন্তান নেই’, ২৪ বছরের দাম্পত্য জীবনে সন্তান না নেওয়ার আসল কারণ জানালেন জয়-লোপা

জয়- লোপামুদ্রা

একসঙ্গে পথ চলা প্রায় ২৪ বছর পার করে ফেলেছেন জয়- লোপামুদ্রা। একসঙ্গে কাজের সুত্রেই আলাপ তারপরেই একসাথে ঘর বাধার স্বপ্ন দেখে এই মিউজিক্যাল জুটি। প্রেমের শুরুটা ছিল বড়ই মজাদার। নর্থ বেঙ্গল থেকে শো করে ফেরার সময় চলন্ত ট্রেনেই জয়কে বিয়ের প্রস্তাব দেন লোপা।

বাড়তি কোনরকম উচ্ছ্বাস, আয়োজন ছাড়াই অতীব সাদামাটাভাবেই বিয়েটা সারেন জয় সরকার ও লোপামুদ্রা মিত্র। তবে দাম্পত্য জীবনের এতগুলো বছর পার করে ফেলার পরও আজও সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেননি এই দম্পতি।

বছর দুয়েক আগেই মাছরাঙা টেলিভিশন-কে দেওয়া এক সাক্ষাৎকারে লোপামুদ্রা জানিয়েছিলেন, ‘আমাদের কোনও সন্তান নেই, ওনলি ফর মিউজিক। যে আমাদের সন্তান আমাদের মিউজিক, আমরা তাকেই পুরোটা সময় দেব’। বাকি জীবনটা মিউজিক নিয়েই কাটিয়ে দিতে চান এই জুটি।