বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ্যে স্বস্তিকা দত্ত সেই আভিজাত্যের নাম, যে তার ‘ বিউটি উইথ ব্রেইনস’ এর ছোঁয়ায় মন কেড়েছেন সকল বাংলা সিরিয়ালপ্রেমীদের। আভিজাত্যের ছোঁয়ায় সিরিয়ালপ্রেমী দর্শকের মনে ঝড় তুলেছেন টলিউডের এই ড্রিমগার্ল।
বড়পর্দা থেকে নিজের ক্যারিয়ার শুরু করলেও ছোট পর্দা থেকে সাফল্য অর্জন করে মেয়েটা। 2015 সালে রাজ চক্রবর্তীর হাত ধরে “পারব না আমি ছাড়তে তোকে” ছবিতে অভিনয় জার্নি শুরু করেছিল। প্রথম ছবিই সুপারহিট।
তারপর ‘অভিমান’, SVF ও Eskay Movie’s এর প্রোডাকশনে ‘অভিমান“, “হরিপদ ব্যান্ডওয়ালা’ তে অভিনয়। এরপর বড় পর্দা ছেড়ে ছোট পর্দায় প্রবেশ করেন স্বস্তিকা দত্ত ।
ছোট পর্দায় ২০১৭ সালে প্রথম আত্মপ্রকাশ। স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকে ডালি চরিত্রে অভিনয় করে মেয়েটি মন জিতে নেয় দর্শকদের। মাঝে বিজয়িনী’র ধারাবাহিকে কেকা চরিত্রে অভিনয় করে। সদ্য শেষ হওয়া জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’ রাধিকা চরিত্রে স্বস্তিকার জনপ্রিয়তা এক ধাক্কায় অনেকটাই ওপরে তুলে দিয়েছে৷
‘কি করে বলব তোমায়’ রাধিকা চরিত্রে এ ধরা দিয়েছেন সম্পুর্ণ অন্যরূপে , ঝড় তুলেছেন এপার বাংলা থেকে ওপার বাংলার তরুণ তরুণীদের মনে। ধারাবাহিকের কর্ণ-রাধিকার জুটি আজও সেরার সেরা। তার অভিনয় জাদুকাঠির ছোঁয়ায় যেকোনো চরিত্র যেনো জীবন্ত হয়ে ওঠে।
ডালি থেকে রাধিকা, কম সময়ের মধ্যে নিজেকে সম্পূর্ণ একটি ভিন্ন ধাঁচের অভিনয়ের সাথে মানিয়ে নেওয়া বড্ড কঠিন। যেটা স্বস্তিকা দত্তের মতো অভিনেত্রীদের কাছ থেকে আশা করা যায়।
স্কোরবোর্ডে সংখ্যা যতোই বাড়ছে সমানতালে তাল মিলিয়ে বাড়ছে তার ফ্যান ফলোয়ার্স। রাধিকা চরিত্রে চূড়ান্ত সফলতার পরও মেয়েটা কখনোই বিলাসিতা ভাবে জীবনযাপন করেনি বরং দর্শকের ভালোবাসায় সাধারণ মেয়ের মতোই রয়ে গেছেন। আর সেই জন্যই বোধহয় দর্শক এতটা ভালোবাসা দিয়েছেন পর্দার রাধিকা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকাকে।