ফের ছোটপর্দায় ফিরছেন জোজো, কোন ভূমিকায়?

জোজো

বহুদিন বাদে ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন জোজো মুখোপাধ্যায়। তবে এবার বিচারক আসনে নয়, একটু অন্যরকম ভাবে ধরা দেবেন তিনি। সান বাংলায় ‘লাখটাকার লক্ষ্মীলাভ”র বিশেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে আবেন জোজো।

সান বাংলার এই শো শুরু থেকে জনপ্রিয়তা পেয়ে এসেছে। দেখতে দেখতে সিজেন-২ সম্প্রচার হয়েছে। যার ফিনালে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

এই শোয়ে এসে জোজো বলেন, “এই শোয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে। শোয়ের লক্ষ্মীদের দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতাও পালন করছে ‘লাখটাকার লক্ষ্মীলাভ। আমি সুযোগ পেলে মাঝে মাঝে শোটা দেখি। এই রিয়ালিটি শো এত মানুষের কাছে পৌঁছে গিয়েছে দেখে ভীষণ ভালো লাগছে।”  আগামী ৩১ শে ডিসেম্বর দেখা যাবে সেই পর্ব।