ধারাবাহিক শুরু হলে তা একদিন না একদিন শেষ হবে এটাই বাস্তব। তবে আজকাল ধারাবাহিক পুরোটাই নির্ভর করছে টিআরপির উপর। টিআরপি খারাপ হলে দেখা যায় মাত্র ২ মাসেই বন্ধ করে দিচ্ছেন চ্যানেল। সেক্ষেত্রে কলাকুশলীরা তাদের প্রমাণ করার সময়টুকু পান না।
স্টার থেকে জি-বাংলা চ্যানেল বেশ কয়েক মাসের মধ্যে একাধিক নতুন নতুন সিরিয়াল এসেছে। আর তার জেরে বন্ধ হয়ে গেছে বেশ কিছু ধারাবাহিকে। নতুন ধারাবাহিকের মধ্যে দর্শকের মন জয় করতে ব্যর্থ জি-বাংলা অষ্টমী এবং যোগমায়া। বিশেষ যোগমায়ার গল্প নিয়ে বেশ আশাবাদী ছিলেন নির্মাতারা। তারা ভেবেছিলেন গীতা এলএলবি মতোই সাফল্য পাবে এই ধারাবাহিক। তবে সেভাবে সাড়া পেল না এই ধারাবাহিক।
মার্চ মাসে শুরু হওয়া এই ধারাবাহিক মাত্র তিনমাসেই নিজের স্লট হারাল। বর্তমানে এই ধারাবাহিক নতুন সময় রাত ১০ টায় সম্প্রচার হচ্ছে। তবে সূত্রের খবর, এবার যদি টিআরপি না বাড়ে তাহলে খুব শীঘ্রই পর্দা থেকে বিদায় নিতে পারে এই নতুন ধারাবাহিক। এমনটাই খবর সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে। এই খবর কতটা সত্য আমরা যাচাই করিনি। খবরে রীতিমতো অবাক হয়ে গেছে যোগমায়া ধারাবাহিক।