“ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভাল… কারো অভিশাপ…”, দিতিপ্রিয়াকে নিয়ে বিতর্কের মাঝেই ইঙ্গিতপুর্ণ পোস্ট জিতুর

জিতু কমল

১৪ নভেম্বর খবর আসে চিরদিনই তুমি যে আমারের সেটে জিতু কমল ও দিতিপ্রিয়াকে ঘিরে চরম শোরগোল। এরকম ঘটনা এর আগে ঘটেছে বলে মনে হয় না। আচমকাই জিতুর সাথে শট দিতে রাজি নন দিতিপ্রিয়া। নায়ককে একেবারেই সহ্য হচ্ছে না তার। এমনকি জিতুর সঙ্গে রোম্যান্টিক সিনে দিতিপ্রিয়াকে ছুঁতে পারবে না জিতু। এমনতাই শর্ত চাপিয়েছেন নায়িকা।

দিতিপ্রিয়া নিজে মুখে পুরো ঘটনা নিয়ে মুখ না খুললেও জিতু কমল সরাসরি সবটা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। নেটদুনিয়ায় চখ রাখলেই দেখা যাচ্ছে যে, বেশিরভাগ অনুরাগী জিতু কমলের পক্ষ নিয়েই কথা বলছেন। অন্যদিকে দিতিপ্রিয়াকে বয়কট করার সিদ্ধান্ত জানান অনুরাগীরা।

এইসব বিতর্কের মাঝে নাম না নিয়ে জিতুর ইঙ্গিতপুর্ন পোস্ট কোথাও যেন খোঁচা মারছে দিতিপ্রিয়াকে। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কবইতা শেয়ার করেন জিতু যার নাম ‘আত্মার শান্তি’।

যেখানে লেখা, ‘ঠকানোর চেয়ে ঠকে যাওয়া সত্যিই ভালো/ কারণ ঠকে গেলে কষ্ট থাকে,/ তবু থাকে আত্মার শান্তি-/ কখনো কারো অভিশাপ বয়ে বেড়াতে হয় না।’

কবিতার আরেকটি জায়গায় লেখা, ‘সত্যের পথে থাকা শ্রেয়,/ যেখানে কারো ক্ষতি নয়,/ শুধু থাকে নিজের বিবেকের প্রশান্তি।’

জিতুর এই তীর যে দিতিপ্রিয়ার দিকেই তা বুঝতে এতটুকু বাকি নেই অনুরাগীদের। জিতু-দিতিপ্রিয়ার বিবাদের কারনেই কি বন্ধ হবে চিরদিনই তুমি যে আমার? দেখা যাক কি লেখা আছে এই মেগার কপালে।

জিতু কমল