যেকোনো ধারাবাহিকের মাঝপথে নায়িকা পরিবর্তন হলে দর্শকের মন খারাপ হয়ে যায়। তবে এই মুহূর্তে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এন্ট্রি হয়েছে নতুন নায়িকার। দিতিপ্রিয়া রায় ধারাবাহিক ছেড়ে দেওয়ায় সেই জায়গা দখল করেছেন নবাগতা নায়িকা শিরিন পাল।
ধারাবাহিকের নায়িকা পাল্টে যাওয়া মাঝপথে চিন্তার ভাঁজ পড়ে কর্তৃপক্ষের। কারণ দর্শক সেটা কীভাবে গ্রহণ করবে সেটা একটা ভয় থেকেই যায়। কিন্তু ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ক্ষেত্রে পুরোটাই উল্টো। নতুন নায়িকা এন্ট্রি নিতেই যেন এই ধারাবাহিকের ক্রেজ আরও বেড়ে গেছে। দর্শকেরা নতুন নায়িকা শিরিন পালকে পছন্দ করছেন।
অধিকাংশ দর্শকদের মতে এতদিন ধরে ধারাবাহিকের আসল প্রেম কাহিনী চোখে পড়েনি যেটা শিরিন এন্ট্রিতেই স্বাদ পাওয়া গেছে। এতদিন পর যেন নতুন করে আগের ‘চিরদিনই’কে খুঁজে পাচ্ছেন দর্শক। দিতিপ্রিয়ার জায়গায় শিরিনকে পেয়ে দর্শক কতটা খুশি তা সমাজ মাধ্যমে চোখ রাখলেই উত্তর মিলবে।
তবে এবার জিতু-শিরিনের হাত ধরে আরও একবার নতুন রেকর্ড গড়ল ‘চিরদিনই তুমি যে আমার’ মেগা ধারাবাহিক। কোনও প্রোমো নয়, শুধুমাত্র নতুন অপর্ণা আর আর্যের একটি ছোট ভিডিও আর তাতেই বাজিমাত। গতকাল জি-বাংলার পেজের তরফ থেকে নায়িকার এন্ট্রির একটি ছোট ভিডিও শেয়ার করা হয়েছিল। সেই ভিডিওটি মাত্র ২০ ঘণ্টায় ৭৫ হাজার লাইক পেয়েছে। ২৪ ঘণ্টার আগেই ৩.৭ মিলিয়ন ভিউজ পেয়েছে ১ মিনিটের ভিডিওটি। যা বাংলা সিরিয়ালে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
জিতু-দিতিপ্রিয়ার বিগ বাজেটের প্রপোজাল ভিডিও যেখানে ২৪ ঘণ্টায় ৪ মিলিয়ন ভিউ পেয়েছে, সেখানে জিতু-শিরিনের এই ছোট ভিডিও জনপ্রিয়তার নিরিখে ছাপিয়ে গেছে। বোঝাই যাচ্ছে আগামীদিনে এই জুটিও পর্দায় রাজ করতে চলেছে।

