‘প্রমাণ আমার কাছেও রয়েছে, সঠিক সময়ে সামনে আনব…চুপ করে আছি কারণ…’, দিতিপ্রিয়ার পোস্ট বিতর্ক ঘিরে পাল্টা জবাব জিতুর

জিতু কমলে

একদিকে দেব-শুভশ্রীর রিউনিয়ন, তো অন্যদিকে টেলিপাড়ার দুই অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে বিতর্কের ঝড়। আশাকরি, বুঝতে পেরেছেন। হ্যাঁ, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক আর নায়িকার মধ্যে সম্পর্ক নিয়ে শোরগোল শুরু।

পর্দায় আর্য-আপুর কেমেস্ট্রি যতটাই মধুর, বাস্তব জীবনে ততটাই তিক্ত। বেশ কিছুদিন দিন ধরেই তাদের মনোমালিন্য নিয়ে চর্চা চলছিল। তবে দুজনে লাইভে এসে নিজদের সম্পর্ক ঠিক আছে বলেই জানান, তবে দিন ঘুরতে না ঘুরতে ফের বিতর্ক।

গতকাল অভিনেত্রী দিতিপ্রিয়া রায় অভিনেতা জিতু কমলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে জানান, তার সহ-অভিনেতা নাকি তাঁকে মাঝরাতে হোয়াটসঅ্যাপে তাদের এআই ক্রিয়েট করা চুম্বনের দৃশ্য ভিডিও পাঠিয়ে বলেন, ‘বেশ হয়েছে, এটা তোমার প্রেমিককে পাঠাও আজ রাতেই ব্রেক আপ হয়ে যাবে।”

এছাড়াও দিতিপ্রিয়াও আরও একাধিক অভিযোগ তোলেন জিতুর বিরুদ্ধে। তিনি নাকি অভিনেত্রী মাকে ভয় পান তাই তার সাথে কথা বলেন না তবে ম্যাসেজে আলাদা করে কথা বলার কথা জানায়। এরকম বেশকিছু গুরুত্ব অভিযোগ এনে দিতিপ্রিয়া জানান জিতুর সাথে কাজ করতে তিনি অস্বস্তি বোধ করছেন।

প্রথমে চুপ থাকলেও দিতিপ্রিয়ার আনা অভিযোগে এবার পাল্টা মুখ খুললেন জিতু। আজকাল ডট ইন-কে জিতু জানান, “দিতিপ্রিয়া নেহাত বাচ্চামেয়ে। তাই কোনও কারণে রেগে গিয়েছে হয়তো। এরকম সময় তো এসব একটু হয়। আমি ওকে এখনও স্নেহ করি। তবে আমার কাছেও প্রমাণ আছে। সঠিক সময়ে সামনে আনব। আপাতত এই বিষয়টা প্রযোজনা সংস্থা দেখছে বলে আমি চুপ করে আছি। আমি সব সময় কারোর গা ঘেঁষে বসতে পারব না। এতে যদি রাগ হয় তো বলতেই হবে বাচ্চা মেয়ে। তাই খুব বাজে খেলেছে। আসলে গাত্রদাহ হচ্ছে। এই সিরিয়ালে নায়িকার থেকে নায়কের গুরুত্ব বেশি সেটা তো দর্শক দেখতেই পাচ্ছেন।। তাছাড়া এতগুলো পর পর ছবি, এত সাফল্য তাই একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। নেহাতই বাচ্চা মেয়ে। তাই এরকমটা করে ফেলেছে সঠিক সময় আসুক আমিও এর জবাব দেব। সহ অভিনেত্রীর সঙ্গে তো ঠাট্টা, ইয়ার্কি করাই যায়, ও বাচ্চা মেয়ে তাই বুঝতে পারেনি।”