এই মুহূর্তে ‘টক অফ দ্যা টাউন’ অভিনেতা জিতু কমল। তাকে আবার ছোটপর্দার দর্শক চেনেন আর্য সিংহ রায় হিসাবে। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরে প্রতিনিয়ত দর্শকের অগাধ ভালোবাসা পাচ্ছেন তিনি।
বছর শুরুতেই একের পর এক সুখবর দিয়ে চলেছেন ছোটপর্দার সুপারস্টার জিতু কমল।
এবার অভিনেতার মুকুটে নতুন পালক। নয়া খেতাব জয় করলেন অভিনেতা। সম্প্রতি সমাজ মাধ্যমে সেই সুখবর নিজেই ভাগ করে নিলেন জিতু। আপনারা জানেন, জিতু শুধু সিরিয়াল নয়, সিনেমাও করেন। কিছুদিন আগে ‘গৃহপ্রবেশ’ সিনেমার হাত ধরে দর্শক মহলে ব্যাপক প্রশংসা পান জিতু।
‘গৃহপ্রবেশ’ সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব জিতে নিলেন জিতু কমল। জি-২৪ ঘন্টার তরফে “বিনোদনে সেরা ২৪” অনুষ্ঠানে বাংলা ছবির সেরা নায়ক জিতু কমল। ছোটপর্দার পাশাপাশি এবার বড় পর্দাতেও জিতুর অভিনয় দেখতে অধীর আগ্রহে তার অনুরাগীরা।
জিতুর এই বড় প্রাপ্তিতে ভীষণ খুশি তার ভক্তরা। এমনকি অভিনেতাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে অনুরাগীরা।

