“কঠিন সময়ে আমাদের ইউনিটের পাশে থাকার জন্যে…”, সহ-অভিনেত্রী শিরীনের হাতে নিজের প্রাপ্ত পুরস্কার তুলে দিলেন জিতু

জিতু কমল

গত পরশু অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের ‘ঘরে ঘরে বায়স্কোপ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই সেরা নায়কের পুরস্কার ছিনিয়ে নিল জনপ্রিয় বাংলা সিরিয়াল চিরদিনই তুমি যে আমারের আর্য সিংহ রায় ওরফে জিতু কমল।

‘ঘরের বায়োস্কোপ ২০২৫’-এ দর্শকদের নির্বাচনে সেরা হলেন জিতু কমল এবং বিচারকদের নজরে সেরা হলেন উদয় প্রতাপ সিং। সিনেমা-সিরিয়ালের শুটের মাঝেও পুরস্কার নিতে হাজির ছিলেন জিতু।

আর্য সিংহ রায়ের চরিত্রের জন্যই এই পুরস্কার। কিন্তু নিজের প্রাপ্ত পুরস্কার তুলে দিলেন তার সহ-অভিনেত্রী শিরীনকে। সম্প্রতি নতুন নায়িকা শিরীনের সঙ্গে ছবি পোস্ট করে জিতু লেখেন, “এইরকম প্রচুর অ্যাওয়ার্ড এমনি ও নিজগুণে অর্জন করবেই। কঠিন সময়ে আমাদের ইউনিটের পাশে থাকার জন্যে অনেক অনেক অনেক ধন্যবাদ।” ছবিতে দেখা যাচ্ছে নিজের পাওয়া পুরস্কার ও একটি ফুলের বুকে শিরীনের হাতে তুলে দিচ্ছেন জিতু।

এদিন জিতু মঞ্চে দাঁড়িয়ে আরও বলেন ‘আমি আমার এই পুরস্কার আমার সহ-যোদ্ধা শিরীন পালকে দিতে চাই। ও আমাদের ইন্ডাস্ট্রিতে সবে মাত্র এসেছে। যেভাবে আমাদের যুদ্ধে ও লড়াই করছে আর ওর জন্যই আমি এই পুরস্কার পেলাম।”