ফের নতুন রেকর্ড গড়ল জিতু-দিতিপ্রিয়া! বাংলা সিরিয়ালের ইতিহাসে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের জয়জয়কার

চিরদিনই তুমি যে আমার

জি-বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক হল ‘চিরদিনই তুমি যে আমার’। যার নাম ভূমিকায় অভিনয় করছেন টলিউডের দুই জাত অভিনেতা-অভিনেত্রী জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়। নিয়মিত নিজেদের অসাধারণ অভিনয় দক্ষতায় আর্য-অপর্ণা চরিত্রটিকে পর্দায় প্রাণবন্ত করে তুলছেন তারা।

বাস্তব জীবনে তাদের সম্পর্ক ভালো না হলেও পর্দায় তার লেশমাত্র ফুটে উঠেছে না। একেই বলে হয়তো পেশাদারিত্ব। কিছুদিন আগে ধারাবাহিকের আর্য আর অপর্ণার প্রপোজাল পর্ব বাংলা সিরিয়ালের সেরা প্রেম প্রস্তাবের পর্ব হয়ে উঠেছিল। ফের আবারও তাদের বিয়ের ট্র্যাক নতুন করে রেকর্ড সৃষ্টি করেছে।

সদ্য জি-বাংলার তরফ থেকে এই মেগার একটি প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বিয়ের মন্ডপ ছেড়ে আর্যের কাছে ছুটে আসে অপর্ণা। আর এই প্রোমো মাত্র ১ ঘণ্টায় মিলিয়নস ভিউজ ছাড়িয়ে যায়। গত ২৪ ঘণ্টায় ৫.৭ মিলিয়ন ভিউজ পেয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের এই নতুন প্রোমো।

চিরদিনই তুমি যে আমার

বলাই বাহুল্য, বাংলা সিরিয়ালের ইতিহাসে আবারও নতুন রেকর্ড গড়ল জি-বাংলার এই মেগা। ধারাবাহিকের জনপ্রিয়তা জানান দিচ্ছে দর্শকমহলে এই জুটির ক্রেজ কতটা।