জিতু কমলের হাত ধরে অভিনয় জগতে ফের নতুন রেকর্ড, নতুন সুখবর শেয়ার করলেন অভিনেতা

অভিনেতা জিতু কমল

এই মুহূর্তে ‘টক অফ দ্যা টাউন’ অভিনেতা জিতু কমল। তাকে আবার ছোটপর্দার দর্শক চেনেন আর্য সিংহ রায় হিসাবে। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরে প্রতিনিয়ত দর্শকের অগাধ ভালোবাসা পাচ্ছেন তিনি। যদিও এই প্রথম নয়, জিতুর অভিনীত প্রত্যেকটি ধারাবাহিক পর্দায় জনপ্রিয়তা লাভ করেছে এর আগে।

শুধু ছোটপর্দায় নয়, বড়পর্দায়ও খ্যাতি পেয়েছেন তিনি। অপরাজিত সিনেমায় অভিনয় করে দেশের বাইরেও প্রশংসা লাভ করেছেন জিতু। এমনকি এখনো তাকে অনেকে সত্যজিৎ রায় হিসাবেই বলে থাকেন।

কিছুদিন আগে ‘গৃহপ্রবেশ’ সিনেমার হাত ধরে প্রশংসা পান জিতু। তবে এবার নতুন সুখবর এলো অভিনেতার হাত ধরে। নিজেই সেই সুখবর শেয়ার করে নেন অভিনেতা। আসলে তার অভিনীত সিনেমা ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ জি-ফাইভ বাংলায় লঞ্চ করেছে। আর সেই ওটিটিতে সেই সিনেমা ৯ মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে। যা রেকর্ড গড়েছে ওটিটি প্ল্যাটফর্মে।