২০০২ সালে ‘সাথী’ সিনেমার হাত ধরে টলিউডে পা রেখেছিলেন অভিনেতা জিৎ । টলিউড ইডাস্ট্রির কমার্সিয়াল ছবির কথা উঠলেই প্রথমে তার নাম মাথায় আসে। ক্যারিয়ারের প্রথম ছবিই বক্স অফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছিল। সেইসময় থেকে তার ক্যারিয়ার তুঙ্গে।
অভিনয়ের জাদু হোক অথবা স্টাইলিশ লুকস দর্শকের মনে জায়গা পোক্ত করে নিয়েছেন অভিনেতা। এখন তিনি অভিনেতা নয় বরং একজন প্রযোজকও। নতুন প্রযোজনাতে প্রবেশ করেছেন অভিনেতা জিৎ আর তাতেই জগৎজোড়া সাফল্য। ২৯ আগস্ট জিৎ’স ফিল্ম ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছিল শর্ট ফিল্ম ‘হরে কৃষ্ণ’। শর্ট ফিল্ম ‘হরে কৃষ্ণ’ পরিচালনা করেছেন পরিচালক হরণাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তী।
শর্ট ফিল্ম ‘হরে কৃষ্ণ’ সিনেমাতে জিৎ অভিনয় করেননি কিন্তু প্রযোজনার পাশাপাশি এই ছবির কনসেপ্ট তাঁরই আইডিয়া। সূত্রের খবর, অভিনেতা নিজেই হিন্দোল চক্রবর্তীকে অনুরোধ করেছিলেন এই শর্ট ফিল্মের জন্য। এই ছবিতে রয়েছেন শুভময় চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, রাজু মজুমদার, মন্টু মল্লিক, ফিরোজ আহমেদ সহ একঝাঁক থিয়েটার আর্টিস্ট।
গত ৩০ অগাস্ট গ্রাসরুট এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছিল ‘হরে কৃষ্ণ’। তারপর এই সিনেমা পাঠানো হয় কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে। আর সেখানেই জয়জয়কার বাংলা ছবির। সেরা ভারতীয় ছবির শিরোপা পেল অভিনেতা জিৎয়ের এই ছবি।
রবিবারের সকালে সুখবর পেয়ে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর শেয়ার করে লেখেন, “ভালো খবর শেয়ার করার কোনও নির্দিষ্ট সময় হয় না”।