‘ডান্স বাংলা ডান্স’ স্ক্রিপ্টেড? রিয়েলিটি শোয়ের সত্যতা নিয়ে মুখ খুললেন যীশু সেনগুপ্ত

ডান্স বাংলা ডান্স

বাংলা ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকগুলোর পাশাপাশি রিয়েলিটি শো গুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তারমধ্যে অন্যতম হল জি-বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ অনুষ্ঠানটি। তবে রিয়েলিটি শো গুলির আসল সত্যতা কতখানি তা নিয়ে প্রশ্ন উঠেছে। রিয়েলিটি শো গুলোতে যা দেখানো হয় তা কি সবটাই সত্যি? এই নিয়ে বহু সেলেব্রেটি মুখ খুলেছেন।

এই মুহূর্তে ‘ডান্স বাংলা ডান্স’ এর চলতি সিজনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা নৃত্যশিল্পীদের প্রতিভা দেখানো হচ্ছে টিভির পর্দায়। প্রতিবছরের মতো প্রধান বিচারকের আসনে রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বাকি বিচারকের আসনে রয়েছেন টলিপাড়ার চারজন জনপ্রিয় সেলিব্রিটি যীশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, কৌশানি মুখার্জী, অঙ্কুশ হাজরা।

সম্প্রতি ডান্স বাংলা ডান্সের সত্যতা নিয়ে মুখ খুললেন যীশু সেনগুপ্ত। যীশুর কথায়, ‘আমার কিছু বলার নেই, যারা এই সমস্ত কথা বলেন তারা প্রমাণ করে দিক এটা স্ক্রিপটেড তাহলে বিশ্বাস করব। তাহলে আর কিছু বলার থাকবে না আমার। এখানে সবাই অনেক পরিশ্রম করে অনেক দূর থেকে এসে পারফরম্যান্স করে। আজকের দিনে এই ধরনের কমেন্ট করা খুব সহজ।’