‘ডান্স বাংলা ডান্স’ এর মঞ্চে প্রতিযোগীদের দুর্দান্ত পারফর্মেন্স তাক লাগাচ্ছে বিচারক তথা দর্শকমহলকেও। তাদের মধ্যেই অন্যতম হল DSR গ্রুপ। এদিন ডান্স বাংলা ডান্স’ এর মঞ্চে পারফর্মেন্স হওয়ার আগেই নিজেদের জীবনের সমস্যার কথা বিচারকদের সঙ্গে ভাগ করে নেন DSR গ্রুপের প্রতিযোগীরা।
জি বাংলার তরফে সদ্য প্রকাশ পাওয়া ডান্স বাংলা ডান্স’-এর প্রোমোতে এই গ্রুপের একজন নৃত্য শিল্পীকে বলতে শোনা যায়, ‘যে জায়গায় থাকি সেখানে কাজ করেই পেট চালাতে হয়। সময় বের করে নাচ করি। নাচ করার সময় এত কিছু দেখি, অনুভব করি যে মনে হয় যেন এটা যদি সবসময় করতে পারতাম ভালো হতো। এখানে সময়ে খাবার পাই, নাচ করতে পারি। আমাদের কোরিওগ্রাফার স্যার খুব সাহায্য করেন।’
কথোপকথন শেষ হতেই যীশু তাকে জিজ্ঞাসা করে, কত আয় করেন সে? প্রতিযোগীর কথায়, রোজের ১৫০টাকা আয় করেন। কখনো আবার একটু বেশি রোজগারের জন্য অতিরিক্ত কাজও করেন। এরপর যীশু জানতে চান মাসে অন্তত ৫ হাজার টাকা রোজগার হয় কি?
প্রতিযোগীর উত্তর হ্যাঁ আসতেই যীশু তাকে বলেন ‘GPay আছে?’ উত্তরে না বলায় যীশু বলেন, ‘মন দিয়ে পারফর্ম করো। পারফরমেন্স হলেই আমি তোমায় এই মাসের ৫০০০ টাকা দিয়ে দেব’।
যীশু আরও বলেন, ‘তোমরা মন দিয়ে পারফর্ম করে যাও, ভগবান উপর দিয়ে দেখছে। আমি ভগবানে বিশ্বাস করি। তুমি যদি সৎ পথে চলো আজ না হোক, কাল বা পরশু তোমার আর তিন বেলা খাবারের কথা ভাবতে হবে না।’
প্রতিযোগীদের কথা শুনে যীশুর পাশাপাশি শুভশ্রী বলেন, ‘এই স্পিরিট বজায় রেখো। নাচের প্রতি তোমাদের এই ভালোবাসা তোমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর আমি সবার অনুমতি নিয়ে বলছি তোমাদের যদি কখনও কারও অর্থনৈতিক সমস্যা হয় আমাদের বলো, আমরা যতটা পারব তোমাদের সাহায্য করব।’
ডান্স বাংলা ডান্স’ এর মঞ্চে প্রতিযোগীদের প্রতি বিচারকদের এমন মানবিক ব্যবহার দেখে নেটিজেনের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে যীশু-শুভশ্রী সকলেই।