‘টাকা আর শোওয়া’ ছাড়া এই ইন্ডাস্ট্রিতে কাজ মেলে না, বিস্ফোরক ‘ইচ্ছে পুতুল’-এর জিষ্ণু ওরফে শমীক চক্রবর্তী

অভিনেতা শমীক চক্রবর্তী

‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকে জিষ্ণু চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শমীক চক্রবর্তী (Shamik Chakraborty)। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। জিষ্ণু আর মেঘের কেমেস্ট্রি দর্শকের মন ছুঁয়ে গেছে। আজকাল ধারাবাহিকের অভিনেতার অভিনয় প্রশংসিত হচ্ছে দর্শকমহলে।

বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, খারাপ-ভালো প্রচুর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। সেগুলো নিয়েই এবার মুখ খুলতে দেখা গেল ছোটপর্দার জিষ্ণুকে। ইন্ডাস্ট্রি ‘ডার্ক সিক্রেট’ নিয়ে বিস্ফোরক তথ্য শেয়ার করলেন অভিনেতা।

শমীক জানায়, “ইন্ডাস্ট্রিতে যারা নতুন এসেছে তাদের অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয় অনেক সময়। ছেলেদের ক্ষেত্রে অর্থ এবং মেয়েদের ক্ষেত্রে ‘শোওয়া’ এই দু’টো জিনিসের চল সত্যিই ইন্ডাস্ট্রিতে রয়েছে।  কিন্তু যাদের সত্যি অভিনয় করার প্রতিভা এবং ইচ্ছে রয়েছে তারা নিজেদের এই ধরণের চক্র থেকে বাঁচাতে পারেন,”

অভিনেতার কথায়, “ইন্ডাস্ট্রিতে গডফাদার কিংবা প্রযোজক শিল্পীদের এমন কাজের জন্য জোর করেন না। তাঁরা শুধু প্রস্তাব দেন। এরকম অনেক মানুষ দেখেছি যারা এই ধরণের প্রস্তাব লুফে নিয়ে আজ বাড়ি-গাড়ি সব করে ফেলেছেন।”

অভিনেতা আরও জানান, তিনিও একবার একটি বিখ্যাত সংস্থার মুখ হওয়ার বিনিময়ে এমন অফার তবে নিজের প্রতিভার উপর আস্থা রেখে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

ইন্ডাস্ট্রির হাল হকিকত অভিনেতা শমীক চক্রবর্তী বলেন, এখন আর্টিস্ট নির্বাচন করা হয় সোশ্যাল মিডিয়া ফলোয়ারের বিচারে। যেমন মীর আফসার আলীর সঙ্গে মন্টি রায়ের কাজ করা নিয়ে তোলপাড় হয়েছিল। আর্টিস্ট নির্বাচনের ক্ষেত্রে এখন অনেক ক্ষেত্রে ভিনয়ের চেয়ে বেশি তাঁর জনপ্রিয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

জনপ্রিয়তার পাশাপাশি চেহারাটাও বেশ গুরুত্বপূর্ণ। না হলে নির্মাতাদের যদি মনে হয় দর্শকদের অভিনেতা বা অভিনেত্রী পছন্দ হচ্ছে না তাহলে সিরিয়ালের মাঝপথেই তাঁকে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু অভিনেতা-অভিনেত্রী কখনো এই কাজ নিজে করে না কারণ সেক্ষেত্রে চুক্তি বাধা হয়ে দাঁড়ায়। এমনটাই এক সাক্ষাৎকারে খুলে বললেন শমীক।