Airtel এর চেয়েও সস্তা Jio! মাত্র ৪ টাকা বেশি দিলেই পাওয়া যাবে অতিরিক্ত ডেটা

Airtel
ছবিঃ shophu.sandeeppackers

বর্তমানে রিচার্জ প্ল্যান Recharge plan গুলির সুবিধা গুলির মধ্যে সবথেকে বেশি যেটা দরকার সেটি হল ডেটা। এই মুহূর্তে বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা সবচেয়ে সস্তায় পেতে চায়। যার কারণে কমচেয়ে কম বাজেটের রিচার্জ প্ল্যান গুলিতেই মানুষ বেশি আকৃষ্ট। সেই সাথে যদি পাওয়া যায় হাই-স্পিড ডেটা, SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা তাহলে তো আর কথা নেই। তাই সবচেয়ে কম বাজেটের কোন রিচার্জ প্ল্যানগুলিতে পেতে পারেন বেশি সুবিধা সেই নিয়েই আজকের আলোচনা। চলুন জেনে নেওয়া যাক, হাই-স্পিড ডেটা, SMS এবং আনলিমিটেড কলিংয়ের ক্ষেত্রে Jio বনাম Airtel কোন প্ল্যানে কত সুবিধা।

jio -এর 269 টাকার Recharge plan

jio -এর ২৬৯ টাকার রিচার্জ প্ল্যানে জিও সাভান প্রো সাবস্ক্রিপশন পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। স্মার্টফোন ব্যবহারকারীরা এই প্ল্যান রিচার্জ করলে মোট 42GB ডেটা পাবে, অর্থাৎ প্রতিদিন 1.5GB ডেটা। প্রতিদিনের ডেটা যদি শেষ হয়ে যায় তাহলে স্পিড নেমে আসবে 64Kbps-এ। জিও সাভান প্রো সাবস্ক্রিপশন ছাড়াও এতে jiocloud, jiocinema এবং jioTV -তে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।

জিও’র তরফ থেকে 5G স্মার্টফোন ব্যবহারকারীদের বিনামূল্যে ডেটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর জন্য আপনি যে এলাকায় থাকেন সেখানে 5G পরিষেবা থাকতে হবে এবং আপনার উপযুক্ত 5G স্মার্টফোন থাকতে হবে।

Airtel এর 265 টাকার Recharge plan

jio কে টেক্কা দিতে Airtel এনেছে দুর্দান্ত রিচার্জ প্ল্যান। Airtel এর ২৬৫ টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন 1GB ডেটা। সঙ্গে মিলবে দৈনিক ১০০ টি SMS এবং আনলিমিটেড কলিং অফার। প্রতিদিনের ডেটা শেষ হয়ে গেলে স্পিড নেমে আসবে 64Kbps।

এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই রিচার্জ করলে বিনামূল্যে পাওয়া যাবে হ্যালোটিউন এবং wynk মিউজিক সাবস্ক্রিপশন। তবে jio এর তুলনায় এই রিচার্জ প্ল্যানের দৈনিক ডেটার পরিমাণ কম।

jio 269 টাকার প্ল্যান বনাম Airtel 265 টাকার প্ল্যান

এখন অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে এই দুই প্ল্যানের মধ্যে কোনটি সেরা ? জিও’র রিচার্জ প্ল্যানের দাম এয়ারটেলের প্ল্যানের থেকে ৪ টাকা বেশি হলেও, এতে রয়েছে বেশি সুবিধা।

মাত্র ৪ টাকা বেশি খরচ করলেই পাওয়া যাবে অতিরিক্ত 14GB ডেটা। পাশাপাশি দৈনিক SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা তো রয়েছে, এছাড়াও মিলবে জিও সাভান প্রো সাবস্ক্রিপশন। তবে যাদের ডেটা খরচ কম হয় তারা এয়ারটেলের রিচার্জ প্ল্যানের সুবিধাও নিতে পারেন।