সুইটিকে তাড়াতে পর্ণার সাথে হাত মেলাল ‘ধ্যাষ্টামো’ জেঠু, ‘নিম ফুলের মধু’তে নতুন চমক

নিম ফুলের মধু

জি-বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক মানেই হাসি-কান্না-মজায় ভরপুর। তবে গত কয়েকমাস ধরে সেই মজার এপিসোড মিস করছিল দর্শক। পর্ণার স্মৃতি হারেতেই আবার জমে উঠেছে গল্প।

প্রতি নিয়ত কোনও না কোনও কান্ড ঘটে চলেছে। এবার সুইটিকে জব্দ করতে ভূত সাজবে পর্ণা। আর তার সাথে রয়েছে জেঠু অখিলেশ। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, সুইটি ঠাম্মি একটা গল্প শোনায়। তিনি বলেন একসময় এই বাড়িতে একটা বাইজি আ’ত্ম’হ’ত্যা করেছিল আর তার কুনজর রয়েছে এই বাড়ির উপর। কাল আবার তার আত্মাকে নাকি জেগে উঠেছে এবার কার ঘাড়ে কোপ পড়ে কেউ জানে না। এই শুনে রীতিমতো ভয়ে থাকে সুইটি।

এরপর সুইটিকে বাড়ি থেকে তাড়াতে ভূতের ভয়ে প্ল্যানে পর্ণার সাথে যোগ দেয় জেঠুও। সকলেই কিছু না কিছু দায়িত্ব নেয় আর জেঠু বাড়ির সকলকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়ানোর ব্যবস্থা নেয়। এদিকে সৃজনের নিজের হাতে পর্ণাকে সাজিয়ে দেয়।  এদিকে পুঁটিকে ভূতের ভয় দেখাতেই পর্ণা ঞ্জুরিকা সেজে ঘুঙুর এর আওয়াজ করতে করতে তার দিকে এগিয়ে আসে। এই দেখে সুইটি চিৎকার করে।