পরিণীতাকে হারাতে এবার ফুলকি ধারাবাহিকে নতুন চমক! সদ্য ধারাবাহিকের একটি জমজমাট প্রোমো প্রকাশ করা হয়েছে জি-বাংলার অফিশিয়াল পেজে। ধারাবাহিকে এবার হৈমন্তীর ছেলে আসল খুনি সামনে আসতে চলেছে।
তাহলে কি এবার প্রমাণ পাবে রোহিত নয় রুদ্রই হৈমন্তীর ছেলে আসল খুনি? ফুলকি ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, তথাগত রায়চৌধুরীকে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে রুদ্রর।
তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় রুদ্র আবার প্ল্যান করে। ভিড়ের মধ্যে সুযোগ করে পিস্তল ছিনিয়ে নিয়ে ফুলকি মাথায় তাক করে। সকলে ভয় পেয়ে যায়। আর তখনি দেখা যায় পিছন থেকে গুলি লাগে রুদ্রর। তাকে গুলি করে জেঠিমা হৈমন্তী। ছেলের বদলা নিতেই রুদ্রকে নিজের হাতে শাস্তি দেয়। ধারাবাহিকের এই প্রোমো মন জিতে নেয় দর্শকের। এবার দেখার বিষয় আগামীদিনে কোন চমক আসতে চলেছে ফুলকি ধারাবাহিকে।