ছোট বয়সে নতুন ব্যবসা খুলল যিশুর ছোট কন্যা জারা সেনগুপ্ত

জারা সেনগুপ্ত

মাসখানেক ধরেই টলি দুনিয়ায় যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার সংসার ভাঙার খবর উঠে এসেছে। আর সেই সুত্রে ইনস্টাগ্রামে যিশুকে আনফলোও করে নীলাঞ্জনা। আনফলো করেছে বড় মেয়ে সারাও। তবে দুই মেয়ে আজও ফলো করেন যিশু। যিশুর ছোট মেয়ে জারার প্রোফোইল লক থাকায়, সে তার বাবাকে ফলো করে কি না তা এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি মাসি চন্দনা শর্মার সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন জারা। আর সেখানেই নিজের হাতে বানানো ব্রেসলেটের বিজ্ঞাপন দিতে দেখা যায়। ১৫ই আগস্ট উপলক্ষে চলা অফারের কথাও জানায় সে। যা নিজের স্টোরিতেও শেয়ার করেন জারা।

বিডস দিয়ে নিজের হাতে ব্রেসলেট বানিয়ে তা বিক্রি করে জারা। তার ইনস্টাগ্রাম পেজটির নাম দেয় @bitsandbeadworks। ইতিমধ্যেই তার ফলোয়ার্স সংখ্যা প্রায় ২০০ র কাছাকাছি। চলতি বছরের মে মাস থেকেই এই ছোট্ট উদ্যোগ শুরু করে জারা। আর অল্প সময়ের মধ্যেই বেশ সাড়া ফেলেছে তার এই উদ্যোগ।

লাল রঙের বিডস দিয়ে তৈরি ব্রেসলেটটিতে ডিজাইন করা কিছু সাদা বিডসে লেখা ‘BE BOLD’। আর তাতে তার মা নীলাঞ্জনা মন্তব্য করেছেন, ‘অসাধারণ’।

অন্যদিকে নীলাঞ্জনা এতদিন যিশুর সঙ্গে যে প্রযোজনা সংস্থায় কাজ করতেন তার নাম ছিল Blue Water Motion Pictures। তবে এইবার তাকে নিজস্ব প্রযোজনা সংস্থার নাম ঘোষণা করতে শোনা যায় BFTA অ্যাওয়ার্ড ফাংশনে। আর সেই নাম হবে ‘নিনি চিনি’জ মাম্মাস প্রোডাকশন’।

দুই মেয়ে সারা অর্থাৎ নিনি ও জারা অর্থাৎ চিনির নাম অনুসারেই প্রযোজনা সংস্থার এমন নামকরণ করেন নীলাঞ্জনা। দুই মেয়েকে আগলেই নীলাঞ্জনা আরও একবার নতুনভাবে নিজের জীবনকে গুছিয়ে নিতে চাইছেন।