প্রিয় নায়ক নায়িকাদের মঞ্চে দেখে ফ্যানদের উন্মাদনা মাঝেমধ্যে এতটাই বেড়ে যায় তা উল্টে তারকাদেরই বিপাকে ফেলে দেয়। সম্প্রতি যিশু সেনগুপ্তকে ঘিরে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এক অনুরাগীর সঙ্গে সেলফি তুলতে গিয়ে ভিড়ের মাঝে মেজাজ হারালেন অভিনেতা। ঠিক কি ঘটেছিল যিশুর সাথে?
বর্ধমানে কোনও একটা অনুষ্ঠান করতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই যিশুকে দেখতে উপছে পড়া দর্শকের ভিড়। কেউ কেউ আবার অনুরোধ করছেন নায়ককে তাঁর ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য। দর্শকের উন্মাদনা এতটাই ছিল যে তারা যীশুকে ঘিরে ধরে এবং তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য টানাটানি শুরু করে। এই সবের মাঝেই মেজাজ হারালেন অভিনেতা।
ভিড়ের মাঝে যিশুকে চেঁচিয়ে বলতে শোনা যায়, “সবাই পিছিয়ে যান। পিছিয়ে যান। প্রত্যেকেই দেখতে এসেছেন। পিছিয়ে দাঁড়ান।” চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই মুহূর্তে শুরু হয় কটাক্ষের ঢেউ। ভিডিওর কমেন্টে একজন লিখেছেন, “মানুষের অহঙ্কার বেশি দিন থাকে না।” আবার অন্য এক জন মন্তব্য করেন, “ভীষণ অহঙ্কার। এক দিন সব শেষ হয়ে যাবে।”

