বাংলা সিরিয়াল দেখেই বাংলা ভাষা শেখেন যিশুর কন্যা সারা-জারা, অবাক নেটিজেন

সারা-জারা

বাবা-মায়ের বিচ্ছেদের পর মাকে আগলে রেখেছেন দুই কন্যা সারা আর জারা। বাবাকে সোশ্যাল মিডিয়া একউন্ট থেকে আনফলো করে দিয়েছেন তারা। যদিও যিশুর দাবি মেয়েদের সাথে কথা হয় তার।

নীলাঞ্জনার প্রোডাকশন হাউসের ধারাবাহিক হরগৌরী পাইস হোটেলের শেষ দিনে নীলাঞ্জনার পাশে শুটিং ফ্লোরে উপস্থিত ছিল দুই কন্যা। ছোটপর্দায় মায়ের সাফল্যেই মায়ের সাথে ছিলেন তারা।

এদিন সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে মাকে নিয়ে অনেক কথা তুলে ধরে সারা আর জারা। সারা কি বাংলা সিরিয়াল দেখে? এই প্রশ্নের উত্তরে যিশুর বড় কন্যা জানান, তার অতটা দেখা না হলেও তার বোন জারা প্রায়ই দেখে। মায়ের খুব সিরিল তাই শেষদিনে মাকে সঙ্গ দিতে এসেছে। এই সিরিয়াল শেষ হওয়ায় তাদেরও মনটা একটু খারাপ’।

জারার কথা, বাংলা সিরিয়াল দেখেই তাদের বাংলা ভাষায় উন্নত হয়েছে। এমনকি বাংলা সাবজেক্টে নম্বরও বেড়েছে। আর তাদের কথা শুনেই অবাক হচ্ছেন নেটিজেনরা।