সৃজিতের ‘উমা’ হিসাবে প্রথম বড়পর্দায় পা রেখেছিলেন যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে সারা সেনগুপ্ত। শিশুশিল্পী হিসাবেই অভিনয় জগতে অভিষেক ঘটে। উমা হিসাবে দর্শকের প্রথম নজর কাড়ে। হবেই না কেন, অভিনয় তার রক্তেই রয়েছে।
বর্তমানে সেনগুপ্ত পরিবার অনেক ঝড়-ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে। যিশু-নীলাঞ্জনার বিয়ে ভেঙেছে। বাবার সাথে সম্পর্ক রাখে না দুই মেয়ে সারা আর জারা। মায়ের পাশেই দাঁড়িয়েছে তারা।
কিছুদিন আগেই আন্তর্জাতিক ফ্যাশন শোয়ের মডেল হিসাবে তার নাম উঠে এসেছিল। এমনকি আন্তর্জাতিক ফ্যাশন শোয়ে জয়লাভ করে সারা।
বাবা আর মা গুণী অভিনেতা-অভিনেত্রী হলেও সারা কিন্তু পেশা হিসাবে অভিনয়কে বেছে নেয়নি। বরং মডেলিংয়েই নিজের ক্যারিয়ার গড়ছে। অভিনয় জগতে না থাকলেও সৌন্দর্য ও গুণে যেকোনো নায়িকাকে হার মানাবে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সারা একটি ছবি শেয়ার করেন। তার নতুন লুক দেখে মুগ্ধ গোটা নেটপাড়া। সারা নতুন লুক দেখে মনে হচ্ছে কোনও বলিউডের নায়িকা। যিশুর কন্যার এই লুক ভীষণ প্রশংসিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram