যিশু আর নীলাঞ্জনার বিচ্ছেদের কথা এখন বাংলা চলচ্চিত্র জগতের সকলের জানা। বাবা আর মায়ের বিচ্ছেদের পর বাবাকে আনফলো করেছে দুই মেয়ে সারা আর জারা। যদিও অভিনেতার দাবি মেয়েদের সাথে কথা হয় তার।
বাবা আর মায়ের বিচ্ছেদের মাঝেই সুখবর দিলেন যিশু কন্যা সারা সেনগুপ্ত। সারা শৈশবে উমা ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেছিল। এরপর আর অভিনয় জগতে তাকে দেখা যায়নি বরং পেশা হিসাবে মডেলিংকে বেছে নিয়েছিলেন।
আন্তর্জাতিক স্তরে মডেলিং-এ নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন। তবে এবার ২০ বছর বয়সেই বলিউডে পা রাখছেন সারা সেনগুপ্ত। হ্যাঁ, তাও আবার বলিউড ভাইজান সালমান খানের হাত ধরেই। সালমান খানের ব্র্যান্ডেই বলিউডে ব্রেক পেতে চলেছেন যিশু আর নীলাঞ্জনা কন্যা সারা খান।
View this post on Instagram