যিশু সেনগুপ্ত আর নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে সারা সেনগুপ্ত এখন প্রায়ই লাইম লাইটে থাকেন। বিশেষ করে বাবা-মায়ের বিচ্ছেদের পর। বর্তমানে কলকাতা ছেড়ে মুম্বাইয়ের বাসিন্দা সারা। মাঝেমধ্যেই নিজের মডেলিং ক্যারিয়ার নিয়ে খবরের শিরোনামে উঠে আসেন।
এইবারও পেজ থ্রির পাতায় সারা, তবে নেপথ্য অন্য কাহিনী। চুপিসারে প্রেম করছে যিশু’র কন্যা। হ্যাঁ, চারিদিকে সেই গুঞ্জনই মিলছে। এমনকি সারা নাকি নিজের মনের মানুষের ছবিও সামনে এনেছে।
আসলে সম্প্রতি ভ্যাকশনে গিয়েছিলেন সারা সেনগুপ্ত। আর সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে সে। সেই ছবির মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে এক পুরুষের সঙ্গে হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন যিশু কন্যা। যদিও তার মুখ স্পষ্ট দেখা যায়নি। আর তারপর থেকেই মনে করা হচ্ছে সেটি সারার প্রেমিক। মা নীলাঞ্জনা এই পোস্টে লাভ রিয়েক্টও দিয়েছেন। যদিও এই পুরুষই তার মনের মানুষ না বন্ধু, সেই ব্যাপারে এখনো অফিসিয়ালি কিছু জানাননি তিনি।