নিখুঁত অভিনয়েই বাজিমাত! ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পর ফের নতুন শুরু জিতু’র

অভিনেতা জিতু কমল

২০২৫ সালটা কারো জন্য খারাপ তো আবার কারো লক্ষ্মী লাভ। আর এই সালটা অভিনেতা জিতু কমলের জন্য যেন সোনায় সোহাগা যাকে বলে। প্রথমে ‘গৃহপ্রবেশ’ সিনেমায় শুভশ্রী গাঙ্গুলির সাথে বক্স অফিসে দারুণ সাফল্য। এরপর ছোটপর্দায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য সিংহ রায় চরিত্রে দর্শকের ব্যাপক ভালোবাসা। সবমিলিয়ে জিতুর ক্যারিয়ার তুঙ্গে।

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের মাঝেই ফের নতুন শুরু জিতুর। নিজেই সেই সুখবর ভাগ করে ইউনিভার্স আর মহাদেবকে ধন্যবাদ জানালেন। নিজের ফেসবুক একাউন্টে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন। ছবিতে ইঙ্গিত মিলল বড়পর্দায় ফের নতুন ছবিতে কাজ শুরু করলেন ছোটপর্দার আর্য সিংহ রায়।

জিতু নতুন ছবির নাম ‘এরাও মানুষ-দ্য সার্চ উইদিন’। ছবির দুই পরিচালক অমিত তালুকদার এবং সাই প্রকাশ লাহিড়ি। খুব সম্ভবত এই ছবিতেই জিতুর বিপরীতে থাকতে পারেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

ছবি শেয়ার করে জিতু লেখেন, ““নতুন যাত্রা, নতুন শুরু, নতুন আমি। দর্শককে ধন্যবাদ, মহাবিশ্বকে ধন্যবাদ, জয় মহাদেব।”

তবে এখানেই শেষ নয়, সূত্রের খবর অভিনেতার  হাতে আরও কিছু সিনেমার অফার রয়েছে। হয়তো ধীরে ধীরে সামনে আসবে সেই খবরও।