চিরদিনই তুমি যে আমারে নতুন অপর্নার খোঁজ মিলতেই হইচই সোশ্যাল মিডিয়ায়। জিতুর নায়িকা এবার শিরিন পাল। এর আগে হেন কোনও নায়িকা নেই যাকে দিতিপ্রিয়ার বদলে বেছে নিয়েছে ফ্যানেরা। তারমধ্যে সম্পূ্র্ণা মণ্ডল একজন।
জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে নারাজ বলেই ধারাবাহিক ছেড়ে বেড়িয়ে গেছেন দিতিপ্রিয়া। এদিকে জিতুর সহ-অভিনেত্রীর মুখে এবার অন্য সুর।
যদিও সম্পূর্ণা আগেই সাফ জানিয়ে দিয়েছেন তার কাছে অপর্ণা চরিত্রের কোন অফার যায়নি। জিতুর সঙ্গে এর আগেও কাজ করেছেন সম্পূর্ণা। ‘হয়তো তোমারই জন্য’ সিরিয়ালে জিতুর নায়িকা ছিলেন তিনি।
সেইসময় ধারাবাহিকে জিতু-সম্পূর্ণার রসায়ন পর্দায় নজর কেড়েছিল। বয়স কিংবা উচ্চতার ফারাক, তাদের কেমিস্ট্রিতে কোনও বাধা হয়নি। সহ-অভিনেতা হিসাবে জিতু কেমন প্রশ্ন করতেই সম্পূর্ণা বললেন,
‘জীতুদা খুব পেশাদার মানুষ। কাজেই ঢুবে থাকেন। আমার সঙ্গে কাজ করতে গিয়ে কোনও অসুবিধা হয়নি। আমারও রোম্যান্টিক সিনও করেছি। অফ-স্ক্রিনেও ভালো বন্ডিং ছিল। আমরা একসঙ্গে কত রিল বানাতাম। চার বছর হয়ে গেছে ধারাবাহিক শেষ হয়েছে, এখন জিতুদার সঙ্গে কোনও যোগাযোগ নেই।’
শুধু জিতু নয়, দিতিপ্রিয়ার সঙ্গেও কাজ করেছন সম্পূর্ণা। করুণাময়ী রাণী রাসমণিতে দিতিপ্রিয়ার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দিতিপ্রিয়া প্রসঙ্গেও সম্পূর্ণা বললেন, ‘আসলে আমার বেশিরভাগ দৃশ্যই থাকত মথুরের (গৌরব চট্টোপাধ্য়ায়) সঙ্গে। তা ছাড়া দিতিপ্রিয়ার মেকআপ রুমও আলাদা ছিল। খুব বেশি পরিচয়ের সুযোগ হয়নি’।

