‘জীতুদা বেশ মজার…ভালো লেগেছে…’, পর্দার আর্যকে নিয়ে মুখ খুললেন হিন্দোল মিত্র ওরফে অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য

অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে বর্তমানে প্রতিটি এপিসোড টানটান পর্ব চলছে। আর্য আর অপর্ণার মাঝে এন্ট্রি হয়েছে নতুন চরিত্রে ডাক্তার হিন্দোল মিত্র। যিনি অপর্ণার বাবাকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন। শুধু তাই নয় তার নম্রতা, ভদ্রতার আচরণ মন জয় করেছে অপর্ণার বাবামায়েরও। হিন্দোল মিত্র চরিত্রে অভিনয় করছেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক এখন বাংলায় ভীষণ জনপ্রিয় একটি মেগা সিরিয়াল। আর এই ধারাবাহিকে কাজের সুযোগ পাওয়া সত্যিই স্বপ্নের মতো। তবে ধারাবাহিকে দর্শকের মধ্যমণি হলেন আর্য-অপর্ণা। তাদের মাঝে বারবার যারাই এসেছেন তারাই চক্ষুশূল হয়ে উঠেছেন। তাহলে এবার কি মৃত্যুঞ্জয় পালা?

আনন্দ বাজার অনলাইনেরর সাক্ষাৎকারে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় নিয়ে মুখ খুললেন মৃত্যুঞ্জয়।  আর্য-অপর্ণার মাঝে এসে দর্শকের মার-ও যে বাইরে পড়বে না? আনন্দ বাজার অনলাইনের প্রশ্ন শুনেই হেসে ফেলেন অভিনেতা। তিনি জানান, “জানি তো। এখনও গল্প সে দিকে মোড় নেয়নি। তাই আগাম কিছুই বলতে পারছি না।”

খুব বেশিদিন হয়নি তিনি এন্ট্রি নিয়েছেন শুটিং সেটে। এরমাঝেই তার গলায় শোনা গেল জিতু প্রশংসা। সহ-অভিনেত্রী দিতিপ্রিয়ার সাথে আলাপ কেমন প্রশ্ন করায় মৃত্যুঞ্জয় জানান, “তিনি কম কথার মানুষ। একসঙ্গে অভিনয় করতে গেলে যেটুকু কথা বলার দরকার সেটুকুই বলেন তিনি।”

আর আর্য সিংহ রায় অর্থাৎ জিতু কমল? “জীতুদা বেশ মজার। কথা বলে ভাল লেগেছে”। এমনটাই জানালেন পর্দার হিন্দোল মিত্র।

সূত্রঃ https://www . anandabazar.com/entertainment/mrityunjoy-bhattacharya-is-the-second-lead-in-bengali-mega-chirodini-tumi-je-amar-dgtl