চিরদিনই তুমি যে আমারে জিতু-দিতিপ্রিয়ার মাঝের গণ্ডোগোল যেমন মশলাদার হয়ে উঠেছে তা গল্পের কাহানীকেও এবার হার মানাবে। নায়ক নায়িকার বিতর্ক এতটাই চরমে পৌঁছায় যে সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত পর্যন্ত নিতে হচ্ছে নায়ক জিতুকে।
ধারাবাহিকে জিতুর সাথে শট দিতে রাজী নন দিতিপ্রিয়া। রোম্যান্টিক দৃশ্যে দিতিপ্রিয়াকে ছুঁতে পারবেন না জিতু। জিতুকে দীর্ঘক্ষণ সেটে বসিয়ে রেখে দেরি করে আসেন দিতিপ্রিয়া। আর এই নিয়েই ফের নতুন করে জলঘোলা শুরু।
জিতু-দিতিপ্রিয়ার ঝামেলার জল গড়িয়েছে বেশ অনেকদূরই। সমাধানসূত্র খুঁজতে সোমবার সন্ধ্যায় জিতু ও দিতিপ্রিয়ার সঙ্গে বৈঠকে বসে প্রযোজনা সংস্থা এসভিএফ। টানা তিন ঘন্টা চলে মিটিং। কী সিদ্ধান্ত হল সেই বৈঠকে? তা জানতে উদ্গ্রীব দর্শক।
সূত্র মারফৎ জানা গিয়েছে যে এদিনের বৈঠকে কোনও সমাধান পাওয়া যায়নি। কিছু ক্ষণ কথা বলার পরেই নাকি সেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান জিতু। তার পরেই নাকি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জীতু। যদিও জিতু, প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে আর্য চরিত্রে দেখা যাবে নতুন কোন অভিনেতাকে?
জিতু-দিতিপ্রিয়ার ঝামেলার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়াকে বয়কটের দাবি উঠেছে। অনুরাগীদের দাবি জিতু ছাড়া সিরিয়াল দেখব না, সিরিয়াল থেকে বাদ দেওয়া হোক নায়িকাকে। সোমবারের বৈঠকের কারণে এদিন শ্যুটিং বন্ধ রাখা হয়েছিল।
তবে মঙ্গলবার যথারীতি সিরিয়ালের বাকি কলা কুশলীরা কল টাইম পেয়েছেন। কিন্তু আর্য-অপর্ণার শ্যুটিং আছে কিনা এখনও জানা নেই। সেই ধোঁয়াশা এখনও কাটেনি। সিরিয়াল বন্ধ হবে নাকি নায়ক-নায়িকা বদলাবে, তা এখনও কিছুই জানা যায়নি। তবে প্রযোজনা সংস্থা শীঘ্রই এর সমাধান বের করবেন বলে জানা গিয়েছে।

