২০১০ সালে ইটিভি বাংলার হাত ধরে ছোটপর্দায় পা রেখেছিলেন অভিনেতা জিতু কমল। এরপর ভোলা মহেশ্বর, রাগে অনুরাগে, মিলন তিথি, রাঙ্গিয়ে দিয়ে যাও, অর্ধাঙ্গিনী, মহাপীঠ তারাপীঠ, গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।
ছোটপর্দার হাত ধরেই বড়পর্দায় পা রেখেছেন জিতু। বড়পর্দায় নিজের জায়গা প্রতিষ্ঠিত করে নিয়েছেন। তবে বহু বছর তাকে ছোটপর্দায় দেখা যায়না। অবশেষে ৪ বছর পর মেগা ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেতা।
জি বাংলার আসন্ন মেগা ‘তোমাকে ভালোবেসেতে’ নায়কের ভূমিকায় থাকবেন জিতু। যেখানে নায়িকার চরিত্রে দেখা মিলবে দিতিপ্রিয়া রায়ের। এমনটাই আপডেট মিলছে। ইতিমধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ পেয়েছে পর্দায়।